যদি আপনি সরকারি বা বেসরকারি চাকরির পেছনে না ছুটে অন্য কোনো কাজ করে, প্রতিমাসে মোটা টাকা কামাই করার কথা ভেবে থাকেন,তাহলে আপনার জন্য একটি সেরা কাজের আইডিয়া রয়েছে। আপনি চাইলে পোস্ট অফিসের (Post office) ছোটখাটো কাজ করে প্রতি মাসে কিন্তু প্রচুর টাকা রোজগার করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে এই কাজের জন্য যে খুব বেশি যে টাকা খরচ করতে হবে, সেটাও কিন্তু নয়। অল্প টাকা খরচ করে পোস্ট অফিসের শাখা খুলে, সেখানে পোস্ট অফিসের অত্যন্ত ছোট ছোট কাজ করেও আপনি প্রতি মাসে সেই পরিমাণ টাকা তো খুব সহজেই রোজগার করে নিতে পারবেন, যত টাকা একটা পরিবারকে চালানোর জন্য যথেষ্ট হয়ে থাকে।
পোস্ট অফিসের কাজ করে ভালো টাকা রোজগার করতে চাইলে আপনাকে কিছু টাকা খরচ করে পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি (post office franchise) নিতে হবে। পোস্ট অফিসের অনুমতি পাওয়ার পর আপনি চাইলে নিজের বাড়িতেও পোস্ট অফিসের শাখা খুলতে পারেন। শাখা খোলা হয়ে গেলে আপনি তারপর থেকে কাজ করে টাকা রোজগার করতে পারবেন। মনে রাখবেন, আপনি যেসব কাজ করবেন সেই প্রত্যেকটা কাজের থেকেই কিন্তু মোটা টাকা কমিশন পাবেন। এই ধরনের কাজ করে সবচেয়ে বেশি টাকা রোজগার করা যায়,যদি আপনার কাছাকাছি কোনো পোস্ট অফিস না থাকে। কারণ পোস্ট অফিস না থাকলে আপনার কাছেই সবচেয়ে বেশি কাজ আসবে। আর আর আপনি যত বেশি কাজ করবেন আপনার লাভটা ততোই বেশি হবে।
যখন আপনি কাজ করবেন তখন স্পিড পোস্টের ক্ষেত্রে আপনি ৫ টাকা করে, মানি অর্ডারের ক্ষেত্রে ৩ টাকা করে এবং স্টেশনারি এবং পোস্টাল স্ট্যাম্প এর ক্ষেত্রে ৫ টাকা করে কমিশন পাবেন। এই ধরনের ছোটখাটো কামাই ছাড়াও আপনি প্রত্যেকটা কাজ, বিশেষ করে পোস্ট অফিসে টাকা রাখা সংক্রান্ত এবং যোজনা সংক্রান্ত কাজের জন্য আপনি সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ কামাই করতে পারবেন।।
তবে আপনি চাইলেই পোস্ট অফিসের শাখা খুলে কাজ করতে পারবেন না। এরজন্য আপনার ভালো লোকেশনে পোস্ট অফিস খোলার মত জায়গা থাকতে হবে। আপনি চাইলে বাড়িতেও শাখা খুলতে পারেন। পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য আপনাকে অবশ্যই ১৮ বছর বয়স্ক হতে হবে। সঙ্গে ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য আপনাকে ৫,০০০ টাকা দিতে হবে। ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য কীকরে কী করতে হবে সেটা আপনি ইউটিউব (YouTube) থেকে দেখে নিতে পারেন। সবকিছু জানার পর আপনি খুব সহজেই ফ্র্যাঞ্চাইজি নিয়ে পোস্ট অফিসের কাজ করে প্রতি মাসে ভালো টাকা রোজগার করতে পারেন।।