Wednesday, September 18, 2024

প্রতিমাসে ইনকাম হবে ৮০ হাজার টাকা! SBI এর সাথে মিলে করুন এই ব্যাবসা, দারুন সু্যোগ

দেশের বৃহত্তম একটি ব্যাংকের নাম হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সংক্ষেপে SBI। আর SBI দিচ্ছে তাদের সাথে ব্যবসা করার সুবর্ণ সুযোগ। এবার আপনি SBI এর সাথে কাজ করে মাসে ইনকাম করতে পারবেন ৮০ হাজার টাকা পর্যন্ত। তাই আপনার যদি ব্যবসা করার ইচ্ছে থাকে আপনি যদি ব্যাবসার লাইনে পা রাখতে চান তাহলে শেষ পর্যন্ত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।

যারা ব্যাবসা করতে চান তাদের দারুন একটি সুযোগ দিচ্ছে SBI। আপনি SBI থেকে লাইসেন্স নিয়ে নিজ এলাকায় খুলতে পারেন একটি ATM বুথ। আর এর জন্য SBI দিচ্ছে আপনাকে একটি দারুন সুযোগ। আপনি যদি নিজ এলাকায় একটি ATM বুথ বসান তাহলে আপনাকে আর কোন কিছুর চিন্তা করতে হবে না। ভুগতে হবে না আর্থিক কোন কষ্টে, কারণ আপনি যদি একটি ATM বুথ বসান মাসে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন ৮০ হাজার টাকার বেশি। তাই চলুন জেনে নিই কিভাবে আপনি SBI থেকে ATM বুথ বসানোর লাইসেন্স পাবেন।

Rupee

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

SBI থেকে ATM বুথের লাইসেন্স পাওয়ার জন্য আপনাকে প্রথমে SBI এর কাছ থেকে ATM franchise নিতে হবে। এই ATM franchise’র অর্থ হলো আপনি এখন নিজ শহর কিংবা নিজ এলাকায় একটি ATM বুথ খুলতে চান যেখানে আপনি মানুষকে একটি উন্নত পরিষেবা প্রদান করতে চান। যাদের ধারে কাছে কোন ATM নেই এমন মানুষ আপনার ATM থেকে টাকা উত্তোলন করতে আসলে আপনি তার বদলে ব্যাংক থেকে কমিশন পাবেন। তবে আপনি যেখানে ATM বুথ বসাবেন সেখানে যদি জনবসতি বেশি হয় তাহলে আপনার কমিশনের মাত্রা বেশি হবে।

SBI এর ATM franchise নেয়ার জন্য আপনাকে আপনার নিকটবর্তী SBI শাখাতে গিয়ে যোগাযোগ করতে হবে। এছাড়াও আপনি চাইলে এটিএম ভেন্ডারদের কাছেও SBI এর ATM franchise নেয়ার জন্য যোগাযোগ করতে পারেন। তবে SBI এর ATM franchise পেতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে আপনাকে। যেমন আপনি যে জায়গায় ATM বুথ বসাতে চান সেই জায়গায় যেন 24 ঘন্টা বিদ্যুৎ থাকে এবং যাতায়াত পরিষেবা যথেষ্ট ভালো থাকতে হবে তার সাথে আপনি যে জায়গায় ATM বুথ বসাবেন তার ১০০ মিটারের মধ্যে অন্য কোন এটিএম বুথ থাকা চলবে না।

আপনার জন্য
WhatsApp Logo