বর্তমানে চাকরির বাজারের যা অবস্থা তা তো আমাদের সকলেরই জানা। তবুও কিছু কিছু মানুষ চাকরির জন্য হণ্য হয়ে ছুটছেন, আবার কিছু মানুষ চাকরির পিছনে না ছুটে ইনকামের অন্য কোন বিকল্প খুঁজেছেন। তাই যারা চাকরির পিছনে না ছুটে ইনকামের অন্য বিকল্প খুঁজে চলেছেন তাদের জন্য আমাদের এই প্রতিবেদনটি। এই প্রতিবেদনটিতে আমরা আলোচনা করবো কিভাবে আপনি নিজ এলাকায় একটি আধার সেন্টার (Aadhar centre) খুলে মাসে ৬০ হাজার টাকা উপার্জন করতে পারবেন।
আধার সেন্টার খোলার জন্য দারুন সুযোগ দিচ্ছে কেন্দ্র। ‘হ্যা’ ঠিকই শুনেছেন। এবার আপনি খুব সহজেই নিজ এলাকায় একটি আধার সেন্টার খুলতে পারবেন তাও আবার সামান্য কিছু শর্তের বিনিময়ে। আপনি হয়তো জানেন যে বর্তমানে আধার সম্বর্ধিত বহু কাজ চলছে যেমন আধার কার্ড আপডেট, নতুন আধার কার্ড তৈরি, আধার কার্ড সংশোধন, আধার-মোবাইল নম্বর যুক্তিকরণ সহ আরো যাবতীয় কাজের জন্য একটি আধার সেন্টার নিজ এলাকাতে খুলে আপনি মাসে বেশ ভালো টাকা উপার্জন করতে পারবেন। তাহলে চলুন জেনে নিই কিভাবে একটি আধার সেন্টার খোলার জন্য আপনি সরকারের থেকে লাইসেন্স পাবেন।
আধার সেন্টার খোলার জন্য কিছু শর্ত আপনাকে পূরণ করতে হবে যেমন, আপনাকে অবশ্যই একটি সরকারি অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী কিংবা অবসরপ্রাপ্ত সেনা কর্মী হতে হবে। আর তা হলে কোন একটি পেট্রোল পাম্পের মালিক হতে হবে আপনাকে, এছাড়াও আপনি যদি স্বনির্ভর গোষ্ঠীর একজন অনুমোদিত কর্মী হয়ে থাকেন তাহলেই আপনি আধার সেন্টার খোলার জন্য UIDAI থেকে BC Id পেয়ে যাবেন। এবং সেই আইডি দিয়ে নিজ এলাকায় একটি আধার সেন্টার খুলতে পারবেন। স্বনির্ভর গোষ্ঠীর একজন অনুমোদিত কর্মী হওয়ার জন্য আপনাকে স্বনির্ভর গোষ্ঠীতে যোগাযোগ করতে হবে।
জানিয়ে রাখি যে, UIDAI থেকে BC Id পাওয়ার জন্য আপনাকে একটি ফর্ম করতে হবে। সেই ফর্ম পূরণ করে Post Office Branch এ জমা করতে হবে। সেই ফর্ম অনুমোদনের পর আধার সেন্টার খোলার জন্য UIDAI থেকে BC Id এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন। ফর্ম ডাউনলোড করার লিঙ্ক নিচে দেয়া হল।
ফর্ম ডাউনলোড করুন।