ভারতের সবচেয়ে বড় এবং সবচেয়ে জনপ্রিয় ব্যাংকের নাম হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। আর এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াই আপনাকে দিচ্ছে টাকা রোজগার করার দারুন সু্যোগ। আপনি এখন SBI এর সাথে ব্যাবসা করে মাসে ইনকাম করতে পারবেন ৮০ হাজার টাকা। তবে শুধু ৮০ হাজার টাকা নয়, মন প্রাণ দিয়ে কাজ করলে এবং ব্যাবসার ধরণ বুঝে গেলে মাসে ১ থেকে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত করা কোন ব্যাপার নয় এখান থেকে। আর সেই সুযোগই আপনাকে দেবে SBI। চলুন জেনে নিই বিস্তারিত।
SBI এর সাথে ব্যাবসা করার যেই সুযোগের কথা আমরা আপনাকে বলছি সেটা হলো SBI এর ATM franchise কথা। আপনি খুবই সহজেই SBI এর ATM franchise নিয়ে নিজের এলাকায় ATM বুথ খুলে মাসে ৮০ হাজার টাকা পর্যন্ত করতে পারবেন। শুধু তাই নয়, আপনার বসানো ATM বুথ যদি একটু ঘনবসতিপূর্ণ এলাকায় হয় তবে তো কোন কথাই নেই, এখান থেকে মাসে লাখ টাকা উপার্জন করা সম্ভব। তার কারণ হলো আজকাল মানুষ টাকা তোলার জন্য ব্যাংকে না গিয়ে ATM মেসিন থেকেই টাকা উত্তোলন করে থাকেন। তাই আপনি যদি নিজের একটা ATM বুথ বাসাতে পারেন আপনার এলাকাতে তাহলে তো কোন কথাই নেই।
SBI এর ATM franchise নিতে হলে আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে। কিছু শর্ত পূরণের মাধ্যমেই আপনি SBI এর ATM franchise পাবেন যেমন, আপনার এমন একটি জায়গায় জমি থাকা প্রয়োজন যার ১০০ মিটারের মধ্যে কোনো অন্য এটিএম বুথ নেই। আর সেই জায়গায় আপনাকে SBI ATM বসাতে হবে। আপনার জায়গায় ATM বসাতে হলে আপনার এলাকায় ২৪ ঘন্টা বিদ্যুৎ থাকতে হবে এবং সেই সঙ্গে এটিএম থেকে টাকার তোলার জন্য পর্যাপ্ত গ্রাহক থাকতে হবে। যদি আপনার এমন লোকেশনে একটি ভালো জায়গা থাকে তাহলে আপনি SBI এটিএম ভেন্ডারস এর থেকে SBI ATM ফ্রাঞ্চাইজি গ্রহণ করতে পারেন। এবং আপনার ATM যে প্রতিদিন যা ট্রানজেকশন (transaction) হবে তার উপর আপনি কমিশন পাবেন।