Friday, September 13, 2024

সামান্য কিছু টাকা বিনিয়োগ! এই ব্যাবসা এক পেতে বসলে মাসে আয় হবে ৫০ হাজার টাকা

যদি বর্তমানে আপনার হাতে কিছু টাকা থেকে থাকে যেটা দিয়ে কোনো একটা ব্যবসা শুরু করা যাবে, তাহলে আপনি বর্তমানে একটা গিফট কর্নারের খুলতে পারেন। সহজ ভাষায় গিফট কর্নার বলতে উপহারের দোকানকে বোঝায়। জন্মদিন, বিয়ে বা অন্য যেকোনো স্পেশাল দিনের জন্য নানা ধরনের গিফটের চাহিদা আগে যেমন ছিল, এখনো রয়েছে আর ভবিষ্যতেও থাকবে। সুতরাং একটা গিফট কর্নারের ব্যবসা শুরু করলে আপনার কখনো লোকসান হওয়ার সম্ভাবনা থাকবে না।

গিফট কর্নারের ব্যবসা থেকে কত লাভ হয়? 

গিফট কর্নারের ব্যবসা থেকে আপনার কত লাভ হবে সেটা নির্ভর করবে আপনি কিভাবে ব্যবসা করছেন। যদি আপনি অনলাইনে নিজের ব্যবসা শুরু করেন তাহলে সেখানে আপনি প্রচুর পরিমাণে লাভ করতে পারবেন। আর যদি আপনি শুধু অফলাইনে ব্যবসা করেন তাহলে সেখানে আপনার ২৫ থেকে ৩০ শতাংশ না থাকবে। এমনকি মাসে ৫০ হাজার টাকাও আয় হতে পারে। তাই আপনার জন্য এটাই বেস্ট হবে যে আপনি নিজের ব্যবসার জন্য একটি ওয়েবসাইট তৈরি করুন এবং সামান্য কিছু টাকা খরচ করে ফেসবুক অ্যাডের মাধ্যমে নিজের ব্যবসার প্রচার করুন। ফেসবুক অ্যাডের সাহায্যে আপনি নিজের ব্যবসার প্রচার করলে ফেসবুক থেকেই আপনি প্রচুর সংখ্যক গ্রাহক পেয়ে যাবেন।। ফেসবুকে যারা বাইরের গ্রাহক থাকবে, তাদের কাছে আপনি ৫০ টাকার মাল ১০০-১৫০ টাকাতেও বিক্রি করতে পারবেন। কারণ অনলাইন দরদাম চলে না।

Business idea

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ব্যবসা কিভাবে শুরু করবেন? 

যদি আপনি অফলাইনে গিফট কর্নারের ব্যবসা শুরু করতে চান তাহলে আপনি, আপনার নিকটবর্তী বড় কোনো দোকান থেকে পাইকারি মূল্যে বিভিন্ন ধরনের মাল কিনে ব্যবসা শুরু করতে পারেন। আর যদি আপনি অনলাইনে নিজের ব্যবসা শুরু করতে চান তাহলে আপনি অনলাইনে বড় কোনো কোম্পানি থেকে মাল কিনে সেটা অনলাইনেই নেই নিজের ওয়েবসাইটে বিক্রি করতে পারেন। তবে বর্তমানে ব্যবসা বড় করা সবচেয়ে ভালো উপায় হল অনলাইনে ব্যবসা করা। অনলাইনে ব্যবসা করলে একদিকে আপনার যেমন লাভ বেশি হয় ঠিক সেরকমই আপনি অল্প সময়ের মধ্যেই প্রচুর সংখ্যক গ্রাহক পেতে পারেন।

তবে যদি আপনার সেই সম্পর্কে কোনো ধারণা না থাকে যে,অনলাইনে কী করে ব্যবসা করতে হয়, তাহলে আপনি অল্প টাকা বিনিয়োগ করে ছোটো একটা দোকান ভাড়া নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। পরবর্তীতে যদি আপনি শিখে নেন যে অনলাইনে কী করে ওয়েবসাইট এবং ফেসবুকের মাধ্যমে নিজের প্রোডাক্ট সেল করতে হয়, তখন আপনি না হয় অনলাইনে বড় করে নিজের ব্যবসা করতে পারবেন।।

আপনার জন্য
WhatsApp Logo