বর্তমানে চাকরির (job) আশা বাদ দিয়ে ব্যাবসা (business) করা অনেক ভালো। তবে যদি কেউ মধ্যবিত্ত পরিবারের হয়ে থাকে তাহলে তার জন্য ব্যাবসায় নামাটা কষ্টসাধ্য একটি কাজ। কারণ যে কোন ভালো ব্যাবসা শুরু করার জন্য প্রথমে টাকার প্রয়োজন। তবে আজ আমরা আপনাদের এমন ৩টি ব্যাবসার কথা বলবো যে ব্যাবসা শুরু করার জন্য বেশি মূলধনের প্রয়োজন নেই। এই ৩ ব্যাবসা করার জন্য মূলধনের চেয়ে বেশি প্রয়োজন হবে সাহসের। লজ্জা, ঘেন্না দূর করে আপনি যদি সাহস নিয়ে এই ৩ ব্যাবসায় নামেন তাহলে মাস গেলে আপনি বেশ ভালো পরিমাণে টাকা উপার্জন করতে পারবেন সেখান থেকে। চলুন তাহলে জেনে নিন সেই ৩ ব্যাবসার সমন্ধে বিস্তারিত।
এই হলো সেই ৩ ব্যাবসা:
১) মাছ বিক্রি: একজন মধ্যবিত্ত ঘরের সন্তান হওয়ার দরুন রাস্তায় হেঁটে হেঁটে মাছ বিক্রি করাটা ভাবতেই কেমন একটা লাগছে না? কিন্তু বিশ্বাস করুন আপনার এমন ভাবনা চিন্তায় কারো কিছু যায় আসে না। এমন বহু মানুষ আছেন যারা কিনা মাছ বিক্রি করে দিনে অন্তত ৫০০ থেকে ৭০০ টাকা উপার্জন করছেন এবং ফ্যামিলি নিয়ে হেসে খেলে দিন কাটাচ্ছেন। তাই চাকরি না পেয়ে অনাহারে মারার চাইতে মাছ বিক্রি করা ঢের ভালো।
২) দুধ বিক্রি: বর্তমানে গরু-বাছুর কেনার জন্য বিপুল পরিমাণে টাকা ভর্তুকি হিসেবে দিয়ে থাকে সরকার। আপনি যদি একটি গরু কিনে সেই গরুর দুধ গ্ৰামের বাড়িতে বাড়িতে গিয়ে বিক্রি করেন তাহলে শিক্ষিত একজন ব্যক্তি হয়ে এটা কি খুব লজ্জার ব্যাপার আপনার জন্য? তাহলে শুনুন গরুর দুধ বিক্রি করে মাসে ১০ থেকে ২০ হাজার টাকা (Rupee) উপার্জন করছেন অনেকে। তাই চাকরি না পেলে এই ব্যাবসাও শুরু করতে পারেন আপনি।
৩) পোল্টি মুরগির ব্যবসা: বাজারে ডিম এবং মুরগির মাংসের যা চাহিদা তা আমাদের সকলেরই জানা। অন্যদিকে পোল্টি মুরগির ব্যবসা করার জন্য সরকার থেকে ভর্তুকি দিয়ে থাকে। আবার ১ পিস ছোট্ট পোল্টি মুরগির বাচ্চার দাম হলো ৩০ থেকে ৪৫ টাকা। আপনি যদি শুরুতেই ৭০ থেকে ৮০ পিস পোল্ট্রি মুরগির বাচ্চা দিয়ে নিজের ফার্ম খুলেন তাহলে মাসে তেমন কিছু না হলেও উৎপাদন বাড়ালে ৫০ থেকে ৬০ হাজার টাকা ইনকাম করতে পারবেন সেখান থেকে।
বিঃদ্রঃ– আমরা শুধু ব্যাবসার আইডিয়া (Business idea) প্রদান করে থাকি আপনাদের। ব্যাবসায় আপনি সফল হবেন কিনা তা নির্ভর করছেন আপনার বুদ্ধি এবং পরিশ্রমের উপরে। আমাদের সমন্ধে আপনার কোন অভিযোগ থাকলে তা জানান।