Friday, December 13, 2024

ইনভেস্টমেন্ট মাত্র ৫০০০ টাকা, বাকিটা দিচ্ছে সরকার! এই ব্যাবসা করলে মাসে আয় লাখ টাকা

৫০ হাজার নয়, মাত্র ৫ হাজারেই শুরু করা যাবে এই নতুন ধরনের ব্যবসা (new business)। তার সাথে মেঘ না চাইতেই জল হিসেবে আপনার সেই ব্যবসা বড়ো করতে সাহায্য করবে সরকার। কম মূলধন নিয়ে যারা এমন কোনো ব্যবসা শুরু করতে চান, যেই ব্যবসায় বতর্মান সময়ে যেমন খুব বেশি বা বলতে গেলে কোনো প্রতিযোগিতা থাকবে না,আবার কম সময় কাজ করেও এতো টাকা রোজগার হয়ে যাবে-যা দিয়ে নিশ্চিন্তে পায়ের ওপর পা তুলে থাকা যাবে, তাদের জন্য রইলো আজকের এই বিশেষ স্মল বিজনেস আইডিয়া (Small business idea)

বর্তমান সময়ে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে আপনি কী এমন ব্যবসা শুরু করতে পারবেন যেই ব্যবসা বড়ো করতে সরকার নিজে আপনাকে সাহায্য করবে- এটা জানার আগে আপনার বর্তমান পরিস্থিতি সম্পর্কে একটু খেয়াল রাখা উচিত। বর্তমানে দিন দিন আমাদের পরিবেশ দূষিত হয়েই চলেছে। পরিবেশ দূষণকারী পদার্থবিদের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে প্লাস্টিক। তাই সরকার অনেক আগে থেকেই প্লাস্টিক নিয়ন্ত্রণ করার বিষয়ে বেশ সচেতন হয়ে গেছে। এই পরিস্থিতিতে সরকার সেই সমস্ত ধরনের প্লাস্টিক সরিয়ে ফেলতে চাইছে যা মানুষ একবার ব্যবহার করে যেখানে সেখানে ফেলে রাখে। ভবিষ্যতে যাতে এইধরনের প্লাস্টিকের দ্বারা আর পরিবেশ দূষিত না হয় সেই কারণে সম্ভব হলে পরের মাস থেকে সরকার যেই সমস্ত প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ বলে ঘোষণা করবে। যেসব প্লাস্টিকের বদলে মাটির জিনিসপত্র ব্যবহার করা যায়, সে সমস্ত ক্ষেত্রে সরকার মাটির তৈরি জিনিসপত্র ব্যবহারের ক্ষেত্রে অগ্রাধিকার দেবে।

Rupee

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পরিবেশ রক্ষা করার জন্য সরকার হয়তো পরের মাস থেকেই প্লাস্টিকের চায়ের কাপ, থালা এবং প্লাস্টিকের টবের ব্যবহার নিষিদ্ধ করবে। এর বদলে শুরু হবে মাটির চায়ের কাপ, মাটির ফুলের টব ইত্যাদি।। মাটির তৈরি জিনিস যাতে মানুষ বেশি করে ব্যবহার করতে পারে, সেইকারণে সরকার ইতিমধ্যেই মাটির ভাঁড় তৈরির ব্যবসায় সাহায্য করতে শুরু করেছে। এই মূহুর্তে যদি আপনি ভালো কোনো ব্যবসা শুরু করার কথা চিন্তা করতে থাকেন, তাহলে এটা আপনার জন্য সেরা ব্যবসা হতে পারে। কারণ এই ব্যবসা শুরু করতে যেমন আপনার মূলধন কম লাগবে, ঠিক তেমনই লাভের হারও অনেক বেশি থাকবে।। এই ব্যবসায় যদি আপনি অল্প সময়ও কাজ করতে পারেন, তাহলেও প্রতিমাসে আপনি ৪০ থেকে ৫০ হাজার টাকা রোজগার করতে পারবেন।।

আপনার জন্য
WhatsApp Logo