আমরা সবাই জানি যে, যেকোন ব্যাবসা (business) শুরু করার জন্য প্রথমে মূলধনের প্রয়োজন হয়। আর মূলধনের অভাবের কারনে অনেকে ব্যাবসা শুরু করতে পারেন না। অন্যদিকে ব্যাবসা করার জন্য বহু মানুষ আছেন যারা কিনা উচ্চ সুদে বিভিন্ন বেসরকারি ব্যাংক লোন (loan) নিয়ে থাকেন, পরে সেই লোন সময় মতো পরিশোধ করতে না পারলে বিপদের মধ্যে পড়তে হয়। তাই সরকার ব্যাবসা করতে ইচ্ছুক এমন মানুষদের কথা মাথায় রেখে কোন প্রকার কোন গ্যারান্টি ছাড়াই ১০ লাখ টাকা পর্যন্ত বিজনেস লোন দিচ্ছে। তাই আপনি যদি ব্যাবসা করতে ইচ্ছুক থাকেন তাহলে শেষ পর্যন্ত পড়ুন প্রতিবেদনটি।
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার (Mudra Yojana) মাধ্যমে যারা ব্যাবসা করতে চান এমন ব্যক্তিদের ১০ লাখ টাকা পর্যন্ত আর্থিক ঋণ দেয়া হয়ে থাকে। ১৮ বছরের উপরে যে কোন ব্যাক্তি এই লোনের টাকা পেতে পারেন। এছাড়াও মুদ্রা যোজনার মাধ্যমে আরও তিন ধরনের আর্থিক ঋণ দেওয়া হয়ে থাকে। যারা লোন নিতে ইচ্ছুক এমন ব্যক্তিদের মুদ্রা যোজনার অফিসিয়াল ওয়েবসাইট https://www.mudra.org.in/ গিয়ে একটি ফর্ম পূরণ করতে হয়, ফর্ম পূরণের মাধ্যমে কোন প্রকার কোন গ্যারান্টি ছাড়াই ১০ লাখ টাকা পর্যন্ত ঐ ব্যাক্তিকে ব্যাবসার জন্য আর্থিক লোন দেয়া হয়ে থাকে।
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনে, নতুন ব্যাবসা শুরু করতে ইচ্ছুক এমন ব্যক্তিদের প্রথমে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেয়া হয়ে থাকে। এরপর ধাপে ধাপে ব্যাবসা বড় করার জন্য সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক ঋণ পান তিনি। জানিয়ে রাখি যে,প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা স্কিমের অধীনে একটি বিশেষ ধরনের মুদ্রা কার্ড দেয়া হয় যা ডেবিট কার্ডের মতো ব্যবহার করা যায়।