Friday, September 13, 2024

কোন অভিজ্ঞতা ছাড়াই করুন দুর্দান্ত এই ব্যাবসা, হেসে খেলে দিনে আয় করতে পারবেন ৪ হাজার টাকা

সাধারণত ব্যাবসা করার জন্য প্রচুর অভিজ্ঞতার প্রয়োজন, এর সাথে প্রয়োজন প্রচুর মূলধনের। তবে আজ আমরা আপনাদেরকে এমন একটি ব্যাবসার (Business) কথা বলতে যাচ্ছি যেই ব্যাবসা করার জন্য আপনার কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই। অন্যদিকে আপনি খুবই অল্প টাকায় এই ব্যাবসা শুরু করে দিতে অন্ততপক্ষে ৩ থেকে ৪ হাজার টাকা হেসে খেলে ইনকাম করতে পারবেন। তাই আপনি যদি চাকরির আশা বাদ দিয়ে ভালো একটি ব্যাবসা করতে চান তাহলে শেষ পর্যন্ত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।

আমরা আপনাদেরকে যেই ব্যাবসার কথা বলছিলাম তার নাম হচ্ছে কর্নফ্লেক্স তৈরি ব্যবসা (cornflexv making business) শুনতে তেমন কিছু না মনে হলেও এর কিন্তু বাজারে প্রচুর চাহিদা রয়েছে, কারণ মানুষ সুস্বাস্থ্য হিসেবে কর্নফ্লেক্স খেয়ে থাকে। যেহেতু কর্নফ্লেক্স তৈরি করা হয় ভুট্টা দিয়ে তাই এই ব্যাবসা শুরু করার জন্য আপনার প্রধান উপাদান হচ্ছে ভুট্টা, ভুট্টা পাশাপাশি লাগবে মেশিনপত্র যা দিয়ে মূলত এই কর্নফ্লেক্স তৈরি করা হবে। এরপর কর্নফ্লেক্স আপনি বাজারে বিক্রি করে দিনে বেশ ভালো টাকা উপার্জন করতে পারবেন।

Business idea

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কর্নফ্লেক্স তৈরির ব্যাবসা করার জন্য আপনার ২০০০ থেকে ৩০০০ বর্গফুটের জায়গার প্রয়োজন। এই জায়গা আপনি গোডাউন (godown) তৈরি করবেন, এরপর চাষীদের থেকে ভুট্টা সংগ্রহ করে তা মেশিনের মাধ্যমে কর্নফ্লেক্স তৈরি করে বাজারে বিক্রি করবেন। যেহেতু কর্নফ্লেক্স তৈরির মেশিন দিয়ে কর্নফ্লেক্স বাদেও চালের গুঁড়া তৈরি করা যায় এক্ষেত্রে আপনার আরো বেশি লাভ হবে। আপনাকে জানিয়ে যেই যে, যে কোন ব্যাবসা শুরু করার জন্য প্রথমে GST নম্বর নিতে হয় নয়তো সেই ব্যাবসাকে বেআইনি হিসেবে ধরা হয়। তবে যেহেতু আপনার ব্যাবসা শুরুতে ছোট অবস্থানে থাকবে এর জন্য আপনাকে GST নম্বরের জন্য চিন্তা করতে হবে না। ব্যাবসা বড় হয়ে গেলে তাঁরপর GST নম্বর নিলেই হবে।

কর্নফ্লেক্স তৈরির ব্যাবসায় আপনার খরচ হবে সর্বমোট ৫ থেকে ৪ লক্ষ টাকা। তবে টাকার অংক দেখলে হবে না। কারণ বাজারে কর্নফ্লেক্স-এর প্রচুর চাহিদা রয়েছে। এটি স্বাস্থ্যবান হওয়ার দরুন মানুষের মধ্যে এর চাহিদা তুঙ্গে। একটি হিসেবে অনুযায়ী, ১কেজি কর্নফ্লেক্স তৈরিতে খরচ হয় ৩০ টাকা, আপনি তা বাজারে বিক্রি করলেন ৭০ টাকায়, এভাবে ধরুন আপনি দিনে ৫০ কেজি কর্নফ্লেক্স বিক্রি করলেন তাহলে আপনার দৈনিক ইনকাম হচ্ছে ৩৫০০ টাকা। যা মাসে দাঁড়াচ্ছে ১,০৫,০০০ টাকার।

আপনার জন্য
WhatsApp Logo