আমাদের মধ্যে অনেকেরই ব্যাবসা করার ইচ্ছে থাকে। বর্তমানে চাকরির বাজারের যা অবস্থা মনে ব্যাবসা করার ইচ্ছে জাগাটা স্বাভাবিক। তবে মনে ব্যাবসা করার ইচ্ছে জাগলে তো আর হলো না, কারণ ব্যাবসা করার জন্য প্রচুর টাকার প্রয়োজন হয়। আর টাকা না থাকার কারণে অনেকে ব্যাবসার জগতে পা রাখতে পারেন না। তবে এবারে আর আপনাকে ব্যাবসা করার জন্য টাকার চিন্তা করতে হবে না। টাকা এবং ব্যাবসার এই দুটোর দায়িত্ব নেবে সরকার। আপনি শুধু ব্যবসা থেকে যা মুনাফা হবে তা বসে বসে খাবেন।
আমরা আপনাকে যে ব্যাবসার কথা বলতে যাচ্ছি সেই ব্যাবসার নাম হচ্ছে, পোহা তৈরির ব্যাবসা (poha manufacturing business)। পোহা কি হয়তো অনেকেই জানেন না, এই পোহা হচ্ছে একপ্রকার সুস্বাদু খাবারের নাম। পোহা শহর এলাকায় বেশ জনপ্রিয়।আর এই ব্যাবসা করে এখানে থেকে আপনি মাসে এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন। তবে এই ব্যাবসা করার সবথেকে বড় সুবিধা হচ্ছে এই ব্যাবসা করার জন্য ৯০ শতাংশ পর্যন্ত আর্থিক ঋণ দেয় সরকার। আপনি সরকারের থেকে আর্থিক লোন নিয়ে নিজের স্টার্টআপ (startup) শুরু করতে পারেন।
পোহা তৈরি স্টার্টআপ শুরু করার জন্য আপনার মোট খরচ হবে ৬ লক্ষ টাকা। যার মধ্যে ৯০ শতাংশ পর্যন্ত আর্থিক ঋণ আপনাকে দেবে সরকার। ব্যবসায় লাভবান হওয়ার পর সেই ঋণের টাকা সরকারকে মিটিয়ে দিতে হবে আপনাকে। অন্যদিকে পোহা স্টার্টআপ শুরু করার জন্য আপনার প্রয়োজন হবে ৫০০ বর্গফুটের জায়গার। এতে আপনার পোহা মেশিন, চুল্লি, প্যাকেজিং এই সমস্ত জিনিস লাগবে। এরপর আপনি পোহা তৈরিতে লেগে যাবেন, পারলে পোহা তৈরি করার জন্য জনও খাটাতে পারেন এবং জনগনের চাহিদা অনুযায়ী আপনার ব্যবসার সক্ষমতা বাড়াতে পারেন।