জীবনে যদি লক্ষ্য হয় লাখ টাকা ইনকাম করা, তাহলে চাকরি-বাকরি ছেড়ে ব্যাবসা বাণিজ্যর দিকে মনোযোগ দিতে হবে। কারণ একমাত্র ব্যাবসাই আপনাকে কোটিপতি বানাতে পারে, কোন সরকারি চাকরি কিংবা কোন বেসরকারি চাকরি নয়। তাই আজ আমরা আপনাকে তেমনি ৫ বিজনেস আইডিয়ার (Business Idea) কথা বলবো। যেই ব্যবসা আপনি ঘরে বসেই করতে পারবেন। তবে যদিও এই ৫ ব্যাবসা করার জন্য আপনার মধ্যে লজ্জা-শরম প্রথমে দূর রাখতে হবে। চলুন জেনে নিই।
এই হলো সেই ৫ ব্যাবসা:
১) কাগজের ঠোঙ্গা- বাড়িতে বসে কাগজের ঠোঙ্গা বানিয়ে আপনি মাসে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু অনেকে আছেন যারা কিনা কাগজের ঠোঙ্গা বানাতে লজ্জা পান। কিন্তু এতে মাসে লাখ টাকা উপার্জন করা যায়। তাই আপনিও এই ব্যাবসা করতে পারেন।
২) বিড়ির ব্যাবসা/ বিড়ি বাঁধা– আপনি যদি শহর অঞ্চলের বাসিন্দা হয়ে থাকেন তাহলে বিড়ি বাঁধার কাজ আপনার জন্য একটু লজ্জাজনক হতে পারে, কারণ শহর অঞ্চলে কেউ বিড়ি বাঁধে না, বা কেউ বিড়ির ব্যাবসাও করে না। আবার শহরে কেউ বিড়ি খায় না। কিন্তু বিশ্বাস করুন গ্রাম অঞ্চলে বিড়ির প্রচুর চাহিদা রয়েছে। তাই এই ব্যাবসাও একটি লাভজনক ব্যবসা।
৩) ধুপ কাঠি তৈরির ব্যাবসা– অনেকেই বাড়িতে বসে ধুপ কাঠি তৈরির ব্যাবসা করছেন। আর মাসে কামাচ্ছেন লাখ টাকা। তবে এটি কোন লজ্জাজনক ব্যাবসার মধ্যে পড়ে না। আপনি ধুপ কাঠি তৈরি করে দোকানে দোকানে বিক্রি করতে পারেন। এতে বেশ ভালো লাভ আছে।
৪) মাছ বিক্রির ব্যাবসা- মাছ বিক্রির ব্যাবসায় প্রচুর লাভ। আপনি মাছের আরদ থেকে কিছু মাছ কিনে রাস্তায় রাস্তায় হেঁটে বিক্রি করতে পারেন। মানছি রাস্তায় মাছ বিক্রি করার অভ্যাস না থাকার কারণে শুরুতে এই ব্যাবসা করতে আপনার লজ্জা লাগবে। কিন্তু ধিরে ধিরে এটি ঠিক হয়ে যাবে।
৫) সব্জি বিক্রির ব্যাবসা– সব্জি বিক্রির ব্যাবসা মাছ বিক্রির মতোই। ভ্যান গাড়ি ঠেলে এই ব্যাবসা করতে হবে আপনাকে। কিন্তু বিশ্বাস করুন যারা শহর এলাকায় এই সব্জি বিক্রির ব্যাবসা করেন তারা মাসে বেশ ভালোই টাকা ইনকাম করেন।