বাবা রামদেবকে কে না চিনেন। তিনি টিভিতে যোগ ব্যায়াম শেখান। আবার তার তৈরি পতঞ্জলি পণ্য (Patanjali products) আপনি হয়তো আপনার বাড়িতে ব্যবহার করেছেন। তবে শুধু আপনি নন আপনার মতো আর বহু মানুষ ব্যবহার করে থাকেন পতঞ্জলির বিভিন্ন পণ্য। পতঞ্জলি পণ্য ১০০ শতাংশ খাঁটি ভাবে তৈরি করা হয়। আর তাই পতঞ্জলির পণ্য সারা দেশ ব্যাপি এতো জনপ্রিয়। তবে আপনি কি জানেন এখন আপনি স্বয়ং পতঞ্জলি অর্থাৎ রামদেবের সাথে ব্যবসা করতে পারবেন? আর মাসে ইনকাম করতে পারবেন লাখ টাকা।
আপনি এবার বাড়িতে বসেই বাবা রামদেবের সাথে ব্যবসা করতে পারবেন। আপনি নিজ এলাকাতে দিতে পারবেন পতঞ্জলির একটি শপ। এরপর সেখান থেকে আয় করতে পারবেন মাসে লাখ টাকা। তাই আপনি যদি পতঞ্জলির শপ নিজ এলাকাতে দিতে চান এই প্রতিবেদনে থাকছে সম্পুর্ন তথ্য।
পতঞ্জলির দোকান বা স্টোর নিজ এলাকাতে দিতে হলে এর জন্য আপনাকে পতঞ্জলির ফ্রাঞ্চাইজিং (Patanjali franchise) নিতে হবে। এরপর আপনি আপনার নিজ এলাকায় একটি পতঞ্জলির শপ খুলতে পারবেন। এই ফ্রাঞ্চাইজিং হলো একপ্রকার লাইসেন্সের মতো যা আপনাকে দেওয়া হবে পতঞ্জলির তরফ থেকে। আপনি খুব সহজেই পতঞ্জলির ওয়েবসাইটে গিয়ে পতঞ্জলির ফ্রাঞ্চাইজিং- এর জন্য আবেদন করতে পারবেন। তবে পতঞ্জলির ফ্রাঞ্চাইজিং পেতে হলে কিছু শর্ত রয়েছে সংস্থাটির। যে শর্ত পূরণ করতে পারলেই আপনি পতঞ্জলির ফ্রাঞ্চাইজিং পেয়ে যাবেন। নিচে দেওয়া হল সেই শর্ত গুলো।
১) পতঞ্জলির ফ্রাঞ্চাইজিং নেওয়া জন্য আপনার কাছে ২০০ বর্গফুটের জায়গা থাকতে হবে এর কম থাকলে আপনি পতঞ্জলির ফ্রাঞ্চাইজিং পাবেন না।
২) আপনার বাড়ি অবশ্যই শহর এলাকায় হতে হবে। আপাতত গ্ৰাম এলাকায় দেয়া হচ্ছে না পতঞ্জলির ফ্রাঞ্চাইজিং।
৩) আপনি যেখানে পতঞ্জলির শপ খুলতে চান সেখানে বিদ্যুৎ সংযোগ এবং যাতায়াত পরিষেবা ভালো থাকতে হবে। এবং দোকান যেন ঘনবসতিপূর্ণ এলাকায় হয়।
সাধারণত এই ৩ শর্ত মানলেই আপনি পতঞ্জলির ফ্রাঞ্চাইজিং পেয়ে যাবেন। এবং পতঞ্জলির শপ খোলার জন্য আপনার সর্বনিম্ন খরচ হবে ৫০ হাজার টাকা। সাথে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট গ্রহণযোগ্য।