Tuesday, October 15, 2024

প্রতিযোগিতা নেই বললেই চলে! দিকে দিকে হবে শুধু আপনার রাজত্ব,এই ব্যাবসা করলে মাসে ইনকাম লাখ টাকা

যারা অল্প পুঁজিতে গ্রামের দিকে নিজের ছোটখাটো কোনো একটা ব্যবসা শুরু করতে চাইছেন, তাদের সঙ্গে আজকে একটি ছোট ব্যবসা সম্পর্কে তথ্য শেয়ার করতে চলেছি। আজকে আপনাদের যেই ব্যবসা সম্পর্কে বলবো, সেই ব্যবসা আপনি খুবই কম টাকা থেকে শুরু করতে পারবেন। এই ব্যবসা রয়েছে এই ব্যবসা ফল, ফুল বা সবজির মতো ব্যবসা না হওয়ায় এখানে ঝুঁকির সম্ভাবনা খুবই কম রয়েছে। এই দুটি দিক ছাড়াও এই ব্যবসা সবচাইতে ভালো দিক হলো- এই ধরনের ব্যবসা গ্রাম বা নগরের দিকে দেখা যায় না বললেই চলে। তাই এই ব্যবসায় প্রতিযোগিতাও খুবই কম রয়েছে।

 

ধুপকাঠির ব্যবসা : ধুপকাঠি হচ্ছে এমন একটা জিনিস যা হিন্দু ধর্মের প্রত্যেকটা পূজা, আচরণ, অনুষ্ঠানে দরকার হয়। সেই কারণে বাজারে ধুপকাঠির চাহিদা সবসময়ই থাকে। ধুপকাঠির ব্যবসা এমন এক ধরনের ব্যবসা,যেই ব্যবসায় প্রতিযোগিতা নেই বললেই চলে। তাছাড়াও এই ধরনের ব্যবসা করে খুবই অল্প সময়ের মধ্যেই ভালো টাকা রোজগার করা যায়। যদি আপনার হাতে ব্যবসা শুরু করার জন্য কিছু পরিমাণ টাকা থেকে থাকে,তাহলে আপনি এই ব্যবসা শুরু করার জন্য ভেবে দেখতে পারেন। তবে ব্যবসা শুরু করার আগে আপনাকে অবশ্যই এই ব্যবসা সম্পর্কে সবকিছু ভালো করে জেনে শুনে নিতে হবে।

incense stick business idea

ধুপকাঠির ব্যবসা থেকে আপনি কত টাকা রোজগার করতে পারেন?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

যদি আপনি নিজে ধুপকাঠি তৈরি করে ব্যবসা করেন তাহলে আপনার সেক্ষেত্রে লাভ বেশি হবে। কিন্তু যদি আপনি কলকাতা থেকে পাইকারি নামে গন্ধহীন কাঠি কিনে এনে পরে তাতে সুগন্ধ যুক্ত করে ব্যবসা করেন, তাহলে সেক্ষেত্রে আপনার লাভ একটু কম হবে। তবে সেক্ষেত্রে আপনার খরচ এবং খাটনি উভয়ই অনেকটা কম হবে। তবে আপনি যেভাবেই ধুপকাঠি ব্যবসা করুন না কেন,প্রথম প্রথম আপনার লাভ কম হলেও কয়েক মাস যাওয়ার পর আপনি ধূপকাঠির ব্যবসা করে মাসে ২০ থেকে ৩০ হাজার টাকা অনায়াসেই রোজগার করতে পারবেন। তবে সব ব্যবসাই মানুষের কর্ম এবং ভাগ্যের উপর নির্ভর করে। তাই আপনার ক্ষেত্রে হয়তো লাভের পরিমাণ কম বা বেশি উভয়ই হতে পারে।।

আপনার জন্য
WhatsApp Logo