শিকড় থেকে কান্ড বিক্রি হয় সবকিছুই! এই ফুল গাছের চাষ করে মাসে ইনকাম করতে পারবেন লাখ টাকা

চাকরির পাশাপাশি যারা ব্যবসা করতে চান কিংবা ব্যবসাকে যারা নিজের কেরিয়ার হিসেবে বেছে নিতে চান তাদের জন্য একটি দারুন ব্যবসার (business idea) খবর নিয়ে এসেছি আমরা। যেই ব্যবসা আপনাকে শুধু ঘরে বসে করতে হবে। এবং এখান থেকে আপনি মাসে ইনকাম করতে পারবেন লাখ টাকা। চলুন যেনে নেওয়া যাক সেই ব্যবসার সমন্ধে বিস্তারিত।

 

এই ব্যবসাটি হচ্ছে একটি ফুল গাছের চাষ। এই ফুল গাছটির নাম হচ্ছে গুলখাইরা (Gulkhaira)। মূলত ফুল বললে ভুল হবে কারণ এই গাছের ফুল নয় বরং এই গাছের শিকড় থেকে কান্ড বিক্রি হয় সব কিছুই। কারণ এই গুলখাইরা গাছের কান্ড এবং শিকড় থেকে জ্বর ও কাশির ঔষধ তৈরি করা হয়। তাই এই গাছের ঔষধি দুনিয়ার রয়েছে ব্যপক চাহিদা। তাই এই গাছটি আপনিও আপনার বাড়িতে চাষ করে মাসে লাখ টাকা উপার্জন করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

সাধারণত ইংরেজি মাসের নম্বরে শুরু হয় গুলখাইরা গাছের চাষ। এবং এপ্রিল মে মাসে তৈরি হয় এই গাছের চারা। এই গাছটি রোপনের পর একটু বড় হয়ে গেলেই আপনাকে আর কষ্ট করতে হবে না। কারণ এখান থেকেই আপনি পরবর্তিতে চারা পেয়ে যাবেন। এই গাছটি যে কোন গাছের সাথেই বসানো যায়। ঔষধি দুনিয়ার এই গুলখাইরা গাছের রয়েছে ব্যাপক চাহিদা। জ্বর ও কাশির ঔষধ ছাড়াও এই গাছের কান্ড এবং শিকড় তৈরি করা হয় আরো অনেক ভিন্ন ভিন্ন ঔষধ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment