ভারতে করার মতো অনেক ব্যবসা রয়েছে। কিন্তু সেই ব্যাবসা গুলোর সমন্ধে জানেন না অনেকেই। আর তেমনি একটি ব্যবসা হচ্ছে এটিএম ফ্র্যাঞ্চাইজি ব্যবসা (ATM Franchise Business)। যেই ব্যবসা করে আপনি মাসে ইনকাম করতে পারবেন ৬০ হাজার থেকে ৭৫ হাজার টাকা। চলুন যেনে নেই এই এটিএম ফ্র্যাঞ্চাইজি ব্যবসা কি? কিভাবে আপনি এটিএম ফ্র্যাঞ্চাইজি শুরু করেন।
এটিএম ফ্র্যাঞ্চাইজি ব্যবসা: ভারতে বিভিন্ন ব্যাংকের বিভিন্ন এটিএম রয়েছে। যেমন SBI-র ATM, PNB-র ATM, আরো অনেক সরকারি ও বেসরকারি ব্যাংকের এটিএম রয়েছে পুরো দেশ ব্যাপি। তবে এই সমস্ত এটিএম ছাড়াও ভারতে কিন্তু আরো বিভিন্ন কম্পানির এটিএম বুথ বা এটিএম মেশিন রয়েছে যেমন, Tata Indicash-এর ATM বুথ, Muthoot- এর ATM বুথ এবং India one- এর ATM বুথ। আর এই সমস্ত এটিএম বুথ গুলো সরকারি ও বেসরকারি ব্যাংকের সাথে চুক্তিতে গড়ে তোলা হয়েছে। তাই আপনিও SBI কিংবা অন্য কোন সরকারি ব্যাকের এটিএম ফ্র্যাঞ্চাইজি নিয়ে নিজের নামের একটি এটিএম বুথ বসাতে পারেন নিজের শহর কিংবা এলাকাতে।
এটিএম ফ্র্যাঞ্চাইজি’র ব্যবসার জন্য কি প্রয়োজন?
এটিএম ফ্র্যাঞ্চাইজি’র ব্যবসার জন্য আপনার কাছে অনন্ত ৫০ থেকে ৮০ বর্গফুটের জায়গা থাকতে হবে। এবং আপনি যেই এলাকাতে ATM বুথ বাসাতে চাইছেন সেই এলাকায় বিদ্যুত সংযোগ অবশ্যই ভালো থাকতে হবে। এটিএম ফ্র্যাঞ্চাইজি অর্থাৎ এটিএম বুথ বানানোর জন্য আপনার মোট খরচ পড়বে ৫ লাখ টাকা। এবং আপনাকে নির্দিষ্ট ব্যাংকে ওয়েবসাইটে গিয়ে এটিএম ফ্র্যাঞ্চাইজি-এর আবেদন করতে হবে। (যেই ব্যাংকের এটিএম ফ্র্যাঞ্চাইজি নিচে চান সেই ব্যাংক)