আমরা প্রত্যেকেই ব্যাবসা করতে চাই। কিন্তু ভালো কোন ব্যাবসার সন্ধান না পাওয়ার কারণে ব্যাবসা করার স্বপ্ন স্বপ্নই থেকে যায় অনেকের। তাই আজ আমরা আপনাকে এমন একটি ব্যাবসার (business idea) কথা বলতে চলেছি যেই ব্যাবসা আপনি করলে এর হাতেনাতে ফলাফল পাবেন। উপরন্তু এই ব্যাবসা করার জন্য আপনাকে সাহায্য করবে সরকার। তাই চিন্তা কিসের সরকারি সাহায্য নিয়ে আজই শুরু করে দিন এই ব্যবসা। জেনে নিন এই ব্যবসার সমন্ধে বিস্তারিত।
এই ব্যবসাটি হচ্ছে, তেল মিলের ব্যবসা। আপনি হয়তো জানেন যে বাজারে খাদ্য তেলের কতটা চাহিদা রয়েছে। পাশাপাশি দিন দিন বেড়েই চলেছে তেলের দাম। তাই এই ব্যবসা করে আপনি ভালো মুনাফা কমাতে পারবেন। এই তেল মিলের ব্যবসা আপনি ১ থেকে ২ লক্ষ টাকা দিয়েই শুরু করতে পারেন। এবং এখান থেকে আপনি ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত মুনাফা অর্জন করতে পারবেন। তবে সবথেকে বড় কথা হলো এই ব্যবসা করার জন্য আপনাকে সরকারি লাইসেন্স নিতে হবে। এবং এই লাইসেন্স চুটকিতেই হাতে পেয়ে যাবেন আপনি। অর্থাৎ আবেদন করলেই এই ব্যবসার জন্য লাইসেন্স সাথে সাথে হাতে পেয়ে যাবেন।
যেভাবে শুরু করবেন তেল মিলের ব্যবসা: এই ব্যবসা শুরু করতে হলে প্রথমে আপনাকে একটি ভালো জায়গা বেছে নিতে হবে। তবে গ্রামে তেলের মিল বসালে বেশ ভালো হয়। কারণ গ্ৰাম থেকেই আপনি তেল তৈরির কাঁচামাল পেয়ে যাবেন। তাও আবার স্বল্প খরচে। অন্যদিকে গ্ৰামে সস্তায় শ্রম পাওয়া যায়। এ ব্যবসা করার জন্য প্রয়োজন হবে আপনার যন্ত্রপাতি, কাঁচা বোতল, টিনের ক্যান ইত্যাদি। এছাড়াও এ ব্যবসার জন্য আপনি আপনার সুবিধা অনুযায়ী ডিজেল বা বৈদ্যুতিক চালিত মেশিন কিনতে পারেন। খরচ ঐ ১ থেকে ২ লক্ষ টাকার মধ্যেই।
লাইসেন্সের জন্য যেভাবে আবেদন করবেন: এ ব্যবসার লাইসেন্স জন্য আপনাকে MSME এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে। কারণ এই ব্যবসার জন্য প্রয়োজন FSSAI লাইসেন্স। এই লাইসেন্স দেওয়া হবে আপনাকে MSME এ আবেদন করলে।
কিছু কথা: অনেকেই তো ব্যবসা করেন তাহলে কিছু লোক ব্যবসায় অসফল কেন হয়? আসলে ব্যবসা করার জন্য প্রয়োজন প্রচুর ধৈর্যের, প্রয়োজন ভাগ্যের এবং বুদ্ধির আর এই সমস্ত জিনিস আপনার মধ্যে থাকলে আপনিও ব্যবসা করে সফলতা অর্জন করবেন।