সবাই চায় একটু ভালো অর্থ উপার্জন করতে। ভালো রাখতে চায় তাদের পরিবারের সদস্যদের। তাই আজকে আপনি এমন একটি মেশিন সমন্ধে জানতে চলেছেন যেই মেশিনের সাহায্যে মাস গেলে আপনার আয় হবে ভালো পরিমাণে টাকা। এবং ভালো রাখতে পারবেন পরিবারের সদস্যদের। তবে সবথেকে আবাক করা বিষয়টি হচ্ছে সেই মেশিনের দাম একটি স্মার্টফোনের থেকেও কম। তাই আপনি যদি কোন পরিশ্রমের কাজ করে থাকেন তাহলে এই মেশিনের কথা জেনে সেই কাজ ছাড়তে বাধ্য হবেন আপনি।
জেনে নিন সেই মেশিনের নাম এবং কাজঃ
মেশেনটির নাম হচ্ছে 3D প্রিন্টার মেশিন। আপনি হয়তো এই মেশিনের নাম এর আগেও শুনেছেন। অর্থাৎ এই মেশিনের সাহায্যে প্লাস্টিকের বিভিন্ন খেলনা তৈরি করা হয়। আর এই 3D প্রিন্টার মেশিনের সাহায্যে খেলনা তৈরি করে আপনি বাড়ি বসেই ব্যবসা করতে পারবেন। আর মাস গেলে আয় করতে পারবেন এক থেকে দেড় লক্ষ টাকা। তবে সবচেয়ে অবাক করা বিষয়টি হচ্ছে এই মেশিনটি অনলাইনে পাওয়া যাচ্ছে মাত্র ১০ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকার মধ্যে। যেটা কিনা একটি স্মার্টফোনের দামের সমতুল্য।
কিভাবে কাজ করে এই 3D প্রিন্টার মেশিনঃ
এই মেশিনটি একটি রিমুভেবল ম্যাগনেটিক বেড 3ডি প্রিন্টার মেশিন। এতে রয়েছে একটি শক্তিশালী চুম্বক যা কম টাকা খরচে সেরা প্লাস্টিকের খেলনা প্রস্তুত করতে সক্ষম। তবে আপনি চাইলে এতে খেলনা নয় প্লাস্টিকের থালা-বাটি সহ আরও বিভিন্ন জিনিস তৈরি করতে পারেন যেগুলো কিনা পাওয়া যায় মেলাতে। আর এই গুলোর বাজারে প্রচুর চাহিদা রয়েছে।
কিভাবে করবেন এই ব্যবসা?
ব্যবসায় সফলতা কখনো একদিনে আসে না। আপনি প্লাস্টিকের বিভিন্ন আইটেমের তৈরি করে যোগাযোগ করতে পারেন বিভিন্ন প্লাস্টিকের সামগ্রী বিক্রি করা দোকান গুলোতে। এরপর তারাই আপনার পণ্যের মান এবং দাম বুঝে সেগুলো কিনে নেবেন। এরপর এ লাইনে আপনি একটু পারদর্শী হয়ে গেলে হোলসেলের (hole sale) মাধ্যমে বিক্রয় করতে পারেন আপনার তৈরি বিভিন্ন পণ্য গুলো। দেখবেন আপনার দোকান থেকে বড় বড় দোকানদাররা নিজেরাই কিনে নিয়ে যাবেন সেগুলি।
জানিয়ে দেই, এই3d প্রিন্টার মেশিনটি আপনি অ্যামাজনে পেয়ে যাবেন।