সম্প্রতি শিয়ালদহ ডিভিশনের তরফ থেকে রেলে টিকিট সেলার বা টিকিট হল্ট কন্ট্রাক্টর (Ticket Halt Contractor recruitment) পদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে শিয়ালদহ ডিভিশনের অন্তর্গত ১ টি রেল স্টেশনে এই টিকিট হল্ট কন্ট্রাক্টর বা টিকিট সেলার পদে কর্মী নিয়োগ করা হবে। যেখানে ন্যূনতম মাধ্যমিক পাশ (10th pass) যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন চাকরি-প্রার্থীরা। চলুন এই বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
• পদের নাম: এখানে পদের নামটি হচ্ছে টিকিট সেলার বা টিকিট হল্ট কন্ট্রাক্টর।
• যোগ্যতা: এই পদের আবেদন করার জন্য চাকরি-প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন মাধ্যমিক পাশ। সেই সাথে প্রার্থীদের অবশ্যই বেসিক ইংলিশ জানতে হবে।
• মাসিক বেতন: এখানে কমিশনের ভিত্তিতে মাসিক দৈনিক/মাসিক বেতন দেওয়া হবে। নিচের কমিশনের চাট দেখে নিন।
• বয়সসীমা: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে ১৮ বছরের উর্ধ্বে যে কোন ব্যক্তিই রেলে এই টিকিট হল্ট কন্ট্রাক্টর পদের জন্য আবেদন করতে পারবেন।
• স্টেশনের নাম: BAHIRGACHHI HALT (BHGH), আবেদনকারীকে উক্ত স্টেশন এলাকার বাসিন্দা হতে হবে।
• নিয়োগ প্রক্রিয়া: বেসিক ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশন।
• আবেদন পদ্ধতি: আগ্রহীরা চাকরি-প্রার্থীরা অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদন ফরমটি ডাউনলোড করে তা ফিলাপ করে এরপর নিচে দেওয়া ঠিকানা পৌঁছে আবেদন পত্রটি জমা করে আসছে হবে।
• আবেদন করুন জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট: আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ১০ম শ্রেণীর পাশের সার্টিফিকেট, ১ কপি পাসপোর্ট সাইজের ছবি।
• আবেদন মূল্য: ২০০০/- টাকা সঙ্গে করে নিয়ে যেতে বলা হয়েছে।
আবেদনপত্র জমা করার ঠিকানা: Sr. Divisional Commercial Manager’s Office, Eastern Railway, Sealdah, DRM Building,
Room No.44, Kaizer Street, Kolkata -700014
• আবেদন করার শেষ তারিখ: ২৩/০৮/২০২৪
আরও পড়ুন: ৪০,০০০/- টাকা মাসিক বেতন Akash Air এ কর্মী নিয়োগ, যোগ্যতা HS পাশ।