দিতে হবে না পরীক্ষা, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে রেলে টিকিট সেলার পদে কর্মী নিয়োগ! যোগ্যতা মাধ্যমিক পাশ

সম্প্রতি শিয়ালদহ ডিভিশনের তরফ থেকে রেলে টিকিট সেলার বা টিকিট হল্ট কন্ট্রাক্টর (Ticket Halt Contractor recruitment)  পদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে শিয়ালদহ ডিভিশনের অন্তর্গত ১ টি রেল স্টেশনে এই টিকিট হল্ট কন্ট্রাক্টর বা টিকিট সেলার পদে কর্মী নিয়োগ করা হবে। যেখানে ন্যূনতম মাধ্যমিক পাশ (10th pass) যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন চাকরি-প্রার্থীরা। চলুন এই বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

 

পদের নাম: এখানে পদের নামটি হচ্ছে টিকিট সেলার বা টিকিট হল্ট কন্ট্রাক্টর।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Railway Ticket collector job

 

• যোগ্যতা: এই পদের আবেদন করার জন্য চাকরি-প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন মাধ্যমিক পাশ। সেই সাথে প্রার্থীদের অবশ্যই বেসিক ইংলিশ জানতে হবে।

• মাসিক বেতন: এখানে কমিশনের ভিত্তিতে মাসিক দৈনিক/মাসিক বেতন দেওয়া হবে। নিচের কমিশনের চাট দেখে নিন।

• বয়সসীমা: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে ১৮ বছরের উর্ধ্বে যে কোন ব্যক্তিই রেলে এই টিকিট হল্ট কন্ট্রাক্টর পদের জন্য আবেদন করতে পারবেন।

• স্টেশনের নাম: BAHIRGACHHI HALT (BHGH), আবেদনকারীকে উক্ত স্টেশন এলাকার বাসিন্দা হতে হবে।

• নিয়োগ প্রক্রিয়া: বেসিক ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশন।

• আবেদন পদ্ধতি: আগ্রহীরা চাকরি-প্রার্থীরা অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদন ফরমটি ডাউনলোড করে তা ফিলাপ করে এরপর নিচে দেওয়া ঠিকানা পৌঁছে আবেদন পত্রটি জমা করে আসছে হবে।

• আবেদন করুন জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট: আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ১০ম শ্রেণীর পাশের সার্টিফিকেট, ১ কপি পাসপোর্ট সাইজের ছবি।

 

• আবেদন মূল্য: ২০০০/- টাকা সঙ্গে করে নিয়ে যেতে বলা হয়েছে।

আবেদনপত্র জমা করার ঠিকানা: Sr. Divisional Commercial Manager’s Office, Eastern Railway, Sealdah, DRM Building,
Room No.44, Kaizer Street, Kolkata -700014

Download application from

• আবেদন করার শেষ তারিখ: ২৩/০৮/২০২৪

আরও পড়ুন: ৪০,০০০/- টাকা মাসিক বেতন Akash Air এ কর্মী নিয়োগ, যোগ্যতা HS পাশ।

INDIA DAY30 Telegram

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment