Wednesday, September 18, 2024

মাসিক উচ্চ বেতনের চাকরী, ন্যূনতম পাশে সিঙ্গাপুর এয়ারলাইন্সে কর্মী নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি

চাকরি-প্রার্থীদের জন্য বিশাল বড় খুশির খবর। সিঙ্গাপুরের একটি বিখ্যাত এয়ারলাইন্স তথা Singapore airlines এর তরফ থেকে মোটা টাকা বেতনে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে ভারত তথা ভারতের যে কোন রাজ্যের বাসিন্দা ছেলে এবং মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবেন। এবং ভারত থেকে কর্মী নিয়োগ করেছে Singapore airlines‌। চলুন জেনে নিই এই সমন্ধে যাবতীয় তথ্য।

 

• পদের নাম: এখানে পদের নাম হচ্ছে Cabin Crew (India)‌

• মাসিক বেতন: তথ্য অনুযায়ী এখানে যারা Cabin crew পদে চাকুরী পাবেন তাদের মাসিক বেতন ২ লক্ষ টাকা টাকা দেওয়া হবে।

• শিক্ষাগত যোগ্যতা: চাকরি-প্রার্থীরা দেশের যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম গ্র্যাজুয়েশন পাশ হলে ছেলে-মেয়ে উভয়েই এখানে আবেদন করতে পারবেন। সাথে ভালো ইংরেজিতে কথা জানতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

• বয়সসীমা: আবেদনকারীদের বয়স এখানে ২১ বছরের উর্ধ্বে হলেই আবেদন করা যাবে।

• শারীরিক গঠন : 

• মেয়েদের উচ্চতা – 1.5m

• ছেলেদের উচ্চতা – 1.65m

ইন্টারভিউ স্থান – Mumbai, India in September 2024

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক ও যোগ্য চাকরি-প্রার্থীদের নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পুর্ন করতে হবে। তবে আবেদন করার পূর্বে উক্ত ওয়েবসাইটে নিজেকে রেজিস্ট্রেশন করে নিতে হবে।

 

• নিয়োগ প্রক্রিয়া: 

shortlisting candidate

HR round interview

selection process

অনলাইন আবেদন ফর্ম ফিলাপ করে জমা দেবার পর এই প্রক্রিয়া শুরু হবে।

আবেদন করুন: Apply Now

আবেদন করার শেষ তারিখ: ২৫ আগষ্ট ২০২৪‌।

আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশে Akash Air এ কর্মী নিয়োগ, বেতন ৪০,০০০/- টাকা।

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo