বিখ্যাত ফ্যাশন ডিজাইন কোম্পানি Nykaa’তে প্রচুর টাকা মাসিক বেতনে জুনিয়র ইমেইল কো-অর্ডিনেটর নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। এই পদে চাকরি করতে কী যোগ্যতা প্রয়োজন?কত টাকা মাসিক বেতন দেওয়া হবে, কী করে আবেদন করতে পারবেন এই সকল বিষয় আজকের এই প্রতিবেদনে উল্লেখ করা হলো। আগ্রহী চাকরি প্রার্থীরা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে দেখতে পারেন।।
▪ পদের নাম: Nykaa কোম্পানিতে এখানে মূলত জুনিয়র ইমেইল কো-অর্ডিনেটর হিসাবে প্রচুর সংখ্যক শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে।
• কাজের ধরন: ওয়ার্ক ফ্রম হোম জব।
▪ মাসিক বেতন: বলা হয়েছে জুনিয়র ইমেইল কো-অর্ডিনেট হিসেবে চাকরি করলে আপনি প্রতি মাসে ৪০০ ডলার অর্থাৎ আনুমানিক ৩২ থেকে ৩৪ হাজার টাকা মাসিক বেতন পাবেন।
▪ শিক্ষাগত যোগ্যতা: যোগ্যতার ক্ষেত্রে সেই ভাবেও কিছু বলা হয়নি তবে আবেদন করার জন্য আপনার সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চমাধ্যমিক পাশ। সেই সঙ্গে আপনার একটু ইংলিশ ভালো থাকতে হবে। সাথে HTML এর বেসিক নলেজ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
▪ বয়সসীমা: আবেদন করার জন্য প্রার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ যেকোনো বয়সে আপনি আবেদন করতে পারেন।
▪ নিয়োগ প্রক্রিয়া: আবেদনকারী প্রার্থীদের কোনো পরীক্ষা দিতে হবেনা। শুধুমাত্র পার্সোনাল ইন্টারভিউ’র ভিত্তিতে বাছাই করে নিয়োগ করা হবে।
▪ আবেদন পদ্ধতি: ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার জন্য নিচে দেওয়া ‘Apply Now’ বাটনে ক্লিক করুন। আবেদন পেজে গিয়ে সঠিকভাবে নিজের নাম, ঠিকানা সহ নিজের আপডেটেড সিভি আপলোড করে সাবমিট করলেই আপনার অনলাইন সম্পন্ন হবে।
• আবেদন করুন: Apply Now
আরও পড়ুন: মাধ্যমিক পাশে রেলে টিকিট কালেক্টর নিয়োগ