Wednesday, September 18, 2024

৪০ হাজার টাকা মাসিক বেতন, Akash Air এ অসংখ্য শূন্যপদে কর্মী নিয়োগ! যোগ্যতা HS পাশ

ভারতের জনপ্রিয় একটি এয়ারলাইন্স সংস্থা তথা Akash Air এর তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে (Akash Air recruitment 2024)। যেখানে উচ্চমাধ্যমিক এবং গ্রাজুয়েট পাস চাকরি প্রার্থীরা পশ্চিমবঙ্গ তথা ভারতের যেকোন প্রান্ত থেকে আবেদন করতে পারবেন। তাই আপনি যদি Akash Air এ চাকরি করতে চান তাহলে জেনে নিন পদের নাম এবং আবেদন পদ্ধতি।

 

• পদের নাম: এখানে Akash Air এর উক্ত পদের নামটি হচ্ছে Customer Service Executive।

• শূন্যপদ সংখ্যা: অসংখ্য শূন্য পদে কর্মী নিয়োগ।

• শিক্ষাগত যোগ্যতা: চাকরি-প্রার্থীরা ন্যূনতম এখানে উচ্চমাধ্যমিক পাশ অথবা গ্রাজুয়েশন পাশ হলে আবেদন করতে পারবেন। তবে যদি কারো উক্ত পদ সম্পর্কে কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে তাকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

•মাসিক বেতন: যারা Akash Air এর Customer Service Executive পদে চাকরি পাবেন তাদের মাসিক বেতন ৩৫,০০০/- টাকা থেকে ৪০,০০০/- টাকা দেওয়া হবে।

• বয়স সীমা: ১৮ বছরের উর্ধ্বে যে কোন যোগ্য চাকরিপ্রার্থী ( ছেলে-মেয়ে) আবেদন করতে পারবেন।

• জব লোকেশন: দিল্লি বিমানবন্দর।

• জবের ধরণ: Full time job

• কাজের বিবরণ: যাত্রীদের টিকিট চেক-ইন, রিজার্ভেশন, যাত্রী হ্যান্ডলিং অথবা বোর্ডিং গেট পরিচালনা করা।

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহীদের নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে এরপর উক্ত ওয়েবসাইটে নিজের একটি একাউন্ট তৈরি করে উক্ত পদের জন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রফাইল সম্পূর্ণ করে আবেদন করে দিতে হবে।

• আবেদন করার শেষ তারিখ: যতো তাড়াতাড়ি সম্ভব (ASAP)

• নিয়োগ প্রক্রিয়া: আবেদনকারীদের CV দেখে এখানে shortlisting করা হবে এরপর ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

• আবেদন করুন: Apply Now

আরও পড়ুন: বাংলা জানলেই চাকরি রাজ্যের পুরসভায় কর্মী নিয়োগ।

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo