Wednesday, November 13, 2024

২৭,০০০/- টাকা মাসিক বেতন, রাজ্যের কৃষি বিদ্যালয়ে ক্লার্ক পদে কর্মী নিয়োগ! যোগ্যতা HS পাশ

রাজ্যের চাকরি-প্রার্থীদের জন্য সুখবর। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ উচ্চমাধ্যমিক পাশে রাজ্যের কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ক্লার্ক পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দেখানে চাকরিতে নিযুক্ত প্রার্থীদের মাসিক ২৭,০০০/- টাকা দেওয়া হবে। তবে শুধুমাত্র ক্লার্ক নয় ক্লার্ক ছাড়াও আরও দুটি পদে নিয়োগ হবে কর্মী। তাই বিস্তারিত তথ্যের জন্য এই প্রতিবেদনটি শেষ অব্দি পড়ুন।

 

• পদের নাম: এখানে যে পদে কর্মী নিয়োগ হবে তার নাম হচ্ছে Junior Clerk। তবে উক্ত এই পদ ছাড়াও Technical Assistant এবং Field Assistant পদেও কর্মী নিয়োগ হবে।

Post Name.1

Post Name 2

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Post name 3

• শিক্ষাগত যোগ্যতা: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে Junior Clerk পদের জন্য চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে HS পাশ। এছাড়াও 30 W.P.M টাইপিং স্পিড এবং কম্পিউটারের বেসিক নলেজ সার্টিফিকেট থাকতে হবে। অন্যদিকে বাকি পদের শিক্ষাগত যোগ্যতা দেখাতে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে পড়ে নেবেন।

• শূন্যপদ: Junior Clerk (১ টা), Technical Assistant (১টি) এবং Field Assistant (৩ টি) শূন্যপদ সংখ্যা রয়েছে।

• মাসিক বেতন: প্রতিটা পদের জন্যই এখানে মাসিক বেতন ভিন্ন ভিন্ন। তবে Junior Clerk পদের মাসিক বেতন ২৭,৫০০/- টাকা দেওয়া হবে।

 

• বয়সসীমা: ১/০১/২০২৪ অনুযায়ী চাকরি-প্রার্থীদের বয়স এখানে হতে হবে ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর।

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহী এবং যোগ্য চাকরিপ্রার্থীদের নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদন ফরম ডাউনলোড করে এরপর তা প্রিন্ট করে, ফিলাপ করে প্রয়োজনীয় ডকুমেন্টের জেরক্স সহ নিচে দেওয়া ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।

• আবেদন মূল্য: Rs.500/- (Rs. 250/- for SC/ST candidates).

• আবেদন মূল্য জমা করার ঠিকানা: 

Application fees

• আবেদনপত্র পাঠানোর ঠিকানা: Office of the Register (Recruitment Sction), Uttar Banga Krishi Vishwavidyalaya, PO – Pundibari, District – Cooch Behar, PIN – 736165, West Bengal

আবেদন করার শেষ তারিখ: ২৬ জুলাই ২০২৪

• অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

•আবেদন ফর্ম ডাউনলোড করুন

আরও পড়ুন: মাধ্যমিক পাশ পোস্ট অফিসে ৩,০০০ শূন্যপদে কর্মী নিয়োগ ( আবেদন করার শেষ তারিখ ৫/০৮/২০২৪)

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo