মাধ্যমিক- উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় ভারতীয় নেভিতে (Indian Navy civilian recruitment 2024) একাধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। যেখানে দেশ জুড়ে অসংখ্য শূন্য পদে নিয়োগ করা হবে প্রার্থীদের। তাই আপনার যদি ভারতীয় নিভিতে যোগদান করার ইচ্ছে থাকে এবং আপনি যদি মাধ্যমিক/HS পাশ হয়ে থাকেন তাহলে এই প্রতিবেদনে আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য জেনে নিন।
• পদের নাম: এখানে ভারতীয় নেভির পদ গুলো হচ্ছে:
১. Chargeman (Ammunition Workshop)
২. Chargeman (Factory)
২. Chargeman (Mechanic)
৪. Scientific Assistan
৫. Draughtsman (Construction)
৬. Fireman
৭. Fire Engine Driver
৮. Tradesman Mate
৯. Pest Control Worker
১০. Cook
১১. MTS (Ministerial)।
• শিক্ষাগত যোগ্যতা: উল্লেখ্য পদ গুলোর মধ্যে মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক/ B.Sc./Diploma হলেই আবেদন করতে পারবেন চাকরি-প্রার্থীরা। বিস্তারিত দেখে নিন:
• শূন্যপদ: এখানে সমস্ত পদ মিলিয়ে শূন্যপদ সংখ্যা রয়েছে ৭৪১ টি। ভারতের যে কোন রাজ্যের বাসিন্দারা এখানে আবেদন করতে পারবেন।
• বয়সসীমা: আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
• মাসিক বেতন: পদ অনুযায়ী এখানে মাসিক বেতন ভিন্ন ভিন্ন। তবে Fireman পদের মাসিক বেতন এখানে ১৯,০০০/- টাকা থেকে ৬৩,০০০/- টাকা দেওয়া হবে।
• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহী চাকরিপ্রার্থীদের নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে অনলাইনে নিজের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এরপর প্রথমে উক্ত ওয়েবসাইটে নিজেকে রেজিস্টার করে নিতে হবে অথবা নিকটবর্তী সাইবার ক্যাফেতে গিয়েও আবেদন করা যাবে।
• নিয়োগ প্রক্রিয়া: লিখিত পরীক্ষা, ফিজিক্যাল টেস্ট ( শুধুমাত্র Fireman & Fire Engine Driver পদের জন্য), ডকুমেন্টস ও ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার পর প্রার্থী নিয়োগ করা হবে।
• উচ্চ এবং ফিটনেস: জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
• আবেদন করার শেষ তারিখ: ২/০৮/২০২৪।
• আবেদন মূল্য:
Gen/ OBC/ EWS/- 295/-
SC/ ST/ Female/ – 00-/
• আবেদন করুন: Apply Now
• অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।
আরও পড়ুন: মাধ্যমিক পাশে পোস্ট অফিসে ৩০,০০০ শূন্যপদে কর্মী নিয়োগ।