অ্যাক্সিস ব্যাংকের (Axis Bank recruitment) তরফে নতুন করে আবার তাদের ASA প্রোগ্রামে ফ্রেসার্স নিয়োগ করা হবে বলে জানা গেছে। যারা অ্যাক্সিস ব্যাংকের সঙ্গে কাজ করতে চান বা ব্যাংকিং ফিল্ডে নিজে সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে চান,তাদের সকলকে অনুরোধ আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে দেখুন।
▪ পদের নাম এবং শূন্যপদঃ অ্যাক্সিস সেলস একাডেমী প্রোগ্রামে ফ্রেশারস নিয়োগ করা হবে।
▪ শূন্যপদ সংখ্যা: এই প্রোগ্রামের নির্দিষ্ট কোনো পদ সংখ্যা নেই।
▪ সর্বনিম্ন এবং সর্বোচ্চ বয়স: আবেদনের ক্ষেত্রে যদিও কোনো বয়সসীমা উল্লেখ করা হয়নি তবুও বলা যায়,আবেদান করার জন্য কিন্তু প্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে ২১ বছর এবং সর্বোচ্চ যে কোনো বয়সে আবেদন করা যাবে।
▪ মাসিক বেতন: ট্রেনিং চলাকালে সবকিছু মিলিয়ে আপনি মাসিক বেতন হিসেবে প্রায় ১৯ হাজার টাকা পাবেন।
▪ শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?: অ্যাক্সিস সেলস একাডেমী প্রোগ্রামের অধীনে যদি আপনি ফ্রেসার্স হিসেবে যুক্ত হতে চান, তাহলে আপনার অন্ততপক্ষে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক পাস। অর্থাৎ আপনাকে গ্রাজুয়েট হতে হবে। তবে হ্যাঁ আপনাকে অবশ্যই ২০১৭ থেকে ২০১৪ সালের মধ্যেই পাস আউট হতে হবে।
▪ কোথায় নিয়োগ করা হবে?: ফ্রেশার্সদের মূলত আমাদের রাজ্যের বিভিন্ন বড় বড় শহর যেমন সল্টলেক, নিউ টাউন,রাজারহাট,শিয়ালদহ,টালিগঞ্জ, গড়িয়া,পার্ক স্ট্রীট, সেন্ট্রাল কলকাতা,লেকটাউন যাদবপুর,দমদম ছাড়াও অন্যান্য কিছু জায়গায় নিয়োগ করা হবে।
▪ আবেদন পদ্ধতি: আবেদনের পদ্ধতি বলতে আপনাদের সরাসরি ‘7001213186‘ বা ‘6289368587‘ নম্বরে কল করতে হবে। এখানে যেহেতু সরাসরি ইন্টারভিউ’র মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে,সেই কারণে- আপনাকে কোথায় ইন্টারভিউ দিতে যেতে হবে, সঙ্গে কী কী নিয়ে যেতে হবে- এই সকল বিষয়ে আপনাকে জানতে হবে।।
▪ ইন্টারভিউ’এর তারিখ: ১৯শে জুলাই ২০২৪.
▪ কারা আবেদন করতে পারবে: এক্ষেত্রে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তবে হ্যাঁ আদনানকারী প্রার্থীদের কিন্তু অবশ্যই অ্যাক্সিস ব্যাংকের কোনো ব্রাঞ্চের ১০ কিলোমিটারের মধ্যে থাকতে হবে, আবেদনকারী প্রার্থীর কোনো আত্মীয় বা পরিবারের সদস্য যেন অ্যাক্সিস ব্যাংকে কর্মরত না থাকে বা এর কোনো প্রোগ্রামের সঙ্গে যুক্ত না থাকে। এবং সেই সঙ্গে প্রার্থীর কোনো ক্রিমিনাল কেস থাকা চলবে না।। যদি এই সকল শর্ত পূরণ হয় তাহলেই আপনি আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: মাসিক ২৭,০০০ টাকা বেতনে রাজ্যের কৃষি দপ্তরে ক্লার্ক নিয়োগ। যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ।