লিখিত পরীক্ষা ছাড়াই জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি থেকে প্রচুর সংখ্যক শূন্যপদে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি (Asha karmi recruitment 2024) প্রকাশিত হয়েছে। রাজ্যের যেসমস্ত মহিলা/ নারী চাকরি চাকরি প্রার্থী আশা কর্মী পদে চাকরি করতে চান, তাদের জন্য আজকের এই চাকরির খবরটি।
এবার কত সংখ্যক শূন্য পদে আশা কর্মী নিয়োগ করা হবে,,আবেদন করতে কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কিভাবে এবং কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে- এই সকল বিষয় জানতে পারবেন আজকের এই প্রতিবেদনে।
▪ পদের নাম এবং শূন্যপদ: জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি থেকে ৪২ টি শূন্যপদে আশা কর্মী (Asha Karmi) পদে নিয়োগ করা হবে।
▪ মাসিক বেতন: অফিসিয়াল বিজ্ঞপ্তিতে পদের মাসিক বেতন উল্লেখ করা হয়নি। তবে পশ্চিমবঙ্গে আশা কর্মী পদের মাসিক বেতন আনুমানিক ৫,০০০ টাকার মতো হয়ে থাকে।
▪ সর্বনিম্ন এবং সর্বোচ্চ বয়স: তপশিলি ও উপজাতি শ্রেণীর মহিলাদের আশা কর্মীর জন্য বয়স হত হবে সর্বনিম্ন ২২ এবং সর্বোচ্চ ৪০ বছর। অন্যদিকে বাকি ক্যাটাগরির প্রার্থীদের বয়সসীমা রাখা হয়েছে ৩০ থেকে ৪০ বছর।।
▪ শিক্ষাগত যোগ্যতা: আশা কর্মী পদে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পাশ হলেই আবেদন করা যাবে।
▪ আবেদন করতে যে সমস্ত নথিপত্রের প্রয়োজন হবে:
আবেদন করার জন্য আবেদনকারীর অবশ্যই-
১) বার্থ সার্টিফিকেট বা এই ধরনের কোনো বয়সের প্রমাণপত্র
২) ভোটার কার্ড
৩) রেশন কার্ড
৪) দুই কপি রঙিন পাসপোর্ট সাইজ ফটো।
৫) স্বনির্ভর গোষ্ঠীর কোনো সার্টিফিকেট প্রয়োজন।।
▪ করা আবেদন করতে পারবেন?: রাজ্যের হাওড়া জেলা সদর ও উলুবেরিয়া মহাকুমার অন্তর্গত বিভিন্ন ব্লক ও গ্রামের মহিলার চাকরি-প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
▪ আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: যোগ্য প্রার্থীদের অফলাইনে (offline application) আবেদন করতে হবে। অফলাইন আবেদন করার জন্য যে আবেদনপত্র প্রয়োজন, সেটা আপনারা, অফিশিয়াল বিজ্ঞপ্তির শেষের দিকে পেয়ে যাবেন। সেটা ডাউনলোড করে তার প্রিন্ট আউট বের করে সেটাকে সঠিকভাবে পূরণ করে, আবেদনপত্রের সঙ্গে গুরুত্বপূর্ণ নথিপত্রের জেরক্স অবশ্যই যুক্ত করে সেটাকে আপনাদের নিজেদের BDO অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে।
▪ আবেদনে শেষ তারিখ: যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন জুলাই মাসের ১০ তারিখ হতে জুলাই মাসের ৩১ তারিখ পর্যন্ত।
▪ অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।
আরও পড়ুন: BOI ব্যাংকে ১২৪৮টি শূন্যপদে কর্মী নিয়োগ। শেষ তারিখ ২১ জুলাই, ২০২৪ তারিখ।