Saturday, October 26, 2024

৪১,০০০ টাকা মাসিক বেতন, দেশ জুড়ে ৬১২৮টি শূন্যপদে ব্যাংকে ক্লার্ক নিয়োগ! জেনে নিন আবেদন পদ্ধতি

রাজ্যের বেকার চাকরি-প্রার্থীদের জন্য বিরাট বড় খুশির খবর। ৬১২৮ টি শূন্যপদে দেশ জুড়ে IBPS (Institute of Banking Personnel Selection) এর পক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে পশ্চিমবঙ্গের ২৩ জেলার প্রার্থী সহ ভারতের যে রাজ্যের চাকরি-প্রার্থীরা এতে আবেদন জানতে পারবেন। চলুন এই বিষয়ে জেনে নিন বিস্তারিত তথ্য।

 

• পদের নাম: IBPS এর তরফ থেকে যে পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তার নাম হচ্ছে ব্যাংকিং ক্লার্ক (banking clerk)।

• শূন্যপদ: অফিসিয়াল তথ্য অনুযায়ী এখানে প্রায় শূন্যপদ সংখ্যা রয়েছে ৬১২৮টির মতো। যার মধ্যে পশ্চিমবঙ্গে শূন্যপদ সংখ্যা রয়েছে ৩৩১টি।

• বয়সসীমা: আবেদনকারীদের এখানে বয়সসীমা চাওয়া হয়েছে ২০ থেকে ২৮ বছর। এছাড়াও ST/SC/OBC প্রার্থীরা ৩-৫ বছরের বয়সের ছাড় পাবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Age Limit

• শিক্ষাগত যোগ্যতা: যারা ব্যাংকিং ক্লার্ক আবেদন করতে চান IBPS এর তরফ থেকে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম গ্রাজুয়েশন পাশ হলেই আবেদন করা যাবে।

•যে সমস্ত ব্যাংকে কর্মী নিয়োগ হবে: Canara Bank, Punjab National Bank, Bank of India, Bank of Baroda, UCO Bank Union Bank of India, Indian Bank সহ দেশের বিভিন্ন ব্যাংকে কর্মী নিয়োগ হবে।

Bank name

• মাসিক বেতন: যারা IBPS এর মাধ্যমে ব্যাংকিং ক্লার্ক পদে চাকরি পাবেন তাদের মাসিক বেতন ৪১,০০০/- টাকা পর্যন্ত দেওয়া হবে এখানে।

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক চাকরি-প্রার্থীদের IBPS এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। এছাড়াও নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করেও সরাসরি আবেদন করতে পারবেন চাকরি-প্রার্থীরা। তবে আবেদন করার পূর্বে উক্ত ওয়েবসাইটে নিজেকে রেজিস্টার করে নিতে হবে, এরপর আবেদনের ফর্মটি পূরণ করতে হবে।

নিয়োগ পদ্ধতি: লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ।

• আবেদন মূল্য: ST/SC/PWD প্রার্থীদের 175/- টাকা এবং বাকিদের 850/- টাকা আবেদন মূল্য দিতে হবে।

Application fees

• আবেদন করার শেষ তারিখ: ২১/৭/২০২৪।

অফিসিয়াল বিজ্ঞপ্তি: ডাউনলোড করুন।

আবেদন করুন: Apply Now

Telegram channel joining logo

আপনার জন্য
WhatsApp Logo