আপনি কি বাড়িতে বসে চাকরি করতে চান? অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম জব ( Work from home Job), তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। সম্পতি একটি অথরাইজ কোম্পানির এর তরফ থেকে ট্রান্সলেটর পদে কর্মী নিয়োগ করা হবে। যেই পদে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে। চলুন জেনে নিই বিস্তারিত।
• পদের নাম: Bengali translator
• শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীরা এখানে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন।
• কাজের ধরন: ওয়াক ফর্ম হোম এবং ওয়ার্ক ফ্রম অফিস এই ক্যাটাগরিতেই প্রার্থীরা আবেদন করতে পারবেন।
• মাসিক বেতন: যারা ওয়ার্ক ফ্রম হোম জবে চাকরি করতে চান তাদের মাসিক বেতন এখানে ২৫,০০০/- টাকা দেওয়া হবে এবং ওয়ার্ক ফ্রম অফিস পদের জন্য ৩০,০০০/- টাকা মাস গেলে বেতন পাবেন।
• কাজের বিবরণ: উক্ত Bengali translator পদে আপনাকে English থেকে Bengali তে translate করতে হবে এবং Bengali থেকে English এ translate করার কাজ করতে হবে এবং এর জন্য কোন প্রকার translator apps কিংবা Google translator ব্যবহার করা যাবে না। সম্পুর্ন নিজেকে এই কাজ করতে হবে।
• অন্যান্য যোগ্যতা: আবেদনকারীদের অবশ্য ইংরেজিতে এবং বাংলাতে communication skill ভালো হতে হবে।
• জব লোকেশন: Delhi এবং Gurgaon ( work from office)
• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহী প্রার্থীদের নিচে দেওয়া mobile number এ অথবা Email ঠিকানায় নিজের CV পাঠাতে হবে।
আবেদন করার মোবাইল নম্বর এবং ইমেইল:
• Mobile number: 8527766837
•Email id: cv4language@gmail.com
• আবেদন করার শেষ তারিখ: যতো তাড়াতাড়ি সম্ভব ( ASAP)
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ, বেতন ১৬,০০০/- টাকা।