মাসিক ৩৩,০০০/- টাকা বেতন, HS পাশে নামকরা ইন্সুরেন্স কোম্পানিতে ওয়ার্ক ফ্রম হোম জবে কর্মী নিয়োগ

নামকরা ইন্সরেন্স কোম্পানি ‘Ditto’ সম্প্রতি তাদের কোম্পানিতে customer service নিয়োগ করবে বলে জানিয়েছে। বলে রাখি, service customer service হিসাবে কিন্তু এখানে আপনার সম্পূর্ণ Work From Home Job হতে চলেছে। নিম্নে এই সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হলো। আগ্রহী চাকরি প্রার্থীরা বিস্তারিত পড়ে দেখতে পারেন।

 

▪ পদের নাম: customer service

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

▪ পদের দায়িত্ব: ইমেইল ; হোয়াটস অ্যাপ এবং ফোন কলের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করা ; তাদের ইন্সুরেন্স সংক্রান্ত প্রশ্নের উওর দেওয়া, ইন্সুরেন্স কেনা এবং চালিয়ে যাওয়ার ক্ষেত্রে গাইড করা ইত্যাদি।

▪ মাসিক বেতন: যারা Ditto কোম্পানিতে customer service হিসাবে চাকরি পাবেন তাদের মাসিক বেতন হবে ৩৩ হাজার থেকে ৩৫ হাজার টাকা। সঙ্গে মেডিকেল সুবিধা সহ আরো বিভিন্ন সুবিধা মিলবে।

▪ শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীরা এখানে উচ্চমাধ্যমিক পাশ, আন্ডার গ্র্যাজুয়েট পড়ুয়ারা, স্নাতক পাশ এবং পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টরাও এখানে আবেদন করতে পারবেন।

▪ তবে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অবশ্যই প্রার্থীর ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে।

 

▪ বয়সসীমা: আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ যেকোনো বয়সে আবেদন করা যাবে।

▪ নিয়োগ প্রক্রিয়া: প্রার্থীদের এখাবনে বেশ কয়েকটি ধাপে পরীক্ষার মাধ্যমে বাছাই করে নিয়োগ করা হবে।

▪ প্রথমত ধাপে; প্রার্থীদের সঠিকভাবে আবেদন করতে হবে। যদি তাদের আপনার আবেদন ঠিক মনেহয় তাহলে কোম্পানির তরফে আপনাকে, আপনার Email – এ একটি লিঙ্ক পাঠানো হবে।

▪ দ্বিতীয় ধাপে; সেই লিঙ্কের মাধ্যমে ; আপনাকে একটি নিজের একটি ভিডিও Resume রেকর্ড করে পাঠাতে হবে।

▪ তৃতীয় ধাপে; যদি আপনার Resume তাদের পছন্দ হয়, তাহলে পরবর্তী ধাপে আপনাকে সরাসরি HR Department থেকে কল করে সংক্ষিপ্ত ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে নিয়োগ করা হবে।

▪ আবেদন পদ্ধতি: আবেদনে ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য নিচে দেওয়া ‘Apply Now’ বাটনে ক্লিক করুন। এরপর আপনাদের সামনে যে পেজ আসবে, সেখানে নিজের যাবতীয় তথ্য, নিজের আপডেটেড সিভি আপলোড করার মাধ্যমে সহজেই আবেদন করে ফেলুন।

• আবেদন করুন: Apply Now

INDIA DAY30 Telegram

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment