মাসিক ১৬,০০০ বেতনে রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ! দ্রুত আবেদন করুন এভাবে

ডায়মন্ড হারবার গভর্মেন্ট মেডিকেল কলেজে বেশ ভালো টাকা মাসিক বেতনে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের যেসব চাকরি প্রার্থীরা ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্যই আজকের এই চাকরির খবর। পশ্চিমবঙ্গের সকল জেলার ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীরাই কিন্তু উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন। তাই আজকের এই চাকরির খবরটি সম্পূর্ণ পড়ে দেখুন।

▪ পদের নাম ও শূন্যপদ সংখ্যাঃ দুটি শূন্য পদে মূলত ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে।

▪ বয়সঃ ২১ থেকে ৪০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়াও SC/ST/OBC প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

▪ মাসিক বেতনঃ উক্ত ডাটা এন্ট্রি অপারেট পদে আপনি মাসিক ১৬,০০০ টাকা বেতন পাবেন।

▪ শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো শাখায় স্নাতক পাস বা গ্রাজুয়েট,, সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর ডিপ্লোমা করা থাকতে হবে। এছাড়াও উক্ত পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

▪ আবেদনের তারিখ সমূহঃ নভেম্বর মাসের ৪ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

▪ আবেদনমূল্যঃ প্রার্থীদের এখানে কোনো প্রকার আবেদনমূল্য দিতে হবে না।

▪ নিয়োগ প্রক্রিয়াঃ তিনটি ধাপে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে। ধাপগুলি হলো-
১) প্রথমত প্রার্থীদের Academic Score, Technical Skills ইত্যাদি পরীক্ষা করা হবে।
২) লিখিত পরীক্ষায় পাশ করার পর প্রার্থীদের চল্লিশ নম্বরের একটি কম্পিউটার টেস্ট দিতে হবে।
৩) দুটি পরীক্ষায় পাস হওয়ার পর ১০ নম্বরের একটি পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে। সেখানে পাশ করলেই চাকরি পাকা।

▪ আবেদনপ্রক্রিয়াঃ প্রার্থীদের অনলাইন আবেদন করতে হবে। আবেদন করার জন্য
১) সবার প্রথমে নিচে দেওয়া ‘Apply Now’ বাটনে ক্লিক করুন।
২) দ্বিতীয় ধাপে আবেদনের পেজে নাম, ইমেল আইডি, মোবাইল নম্বর এবং পোস্ট ‘DEO’ সিলেক্ট করুন পূরণ করুন.
৩) সবকিছু পূরণ করে ‘Submit’ করে দিন।

▪ গুরুত্বপূর্ণ লিংক সমূহঃ

Apply Now এখানে
অফিশিয়াল নোটিশ ডাউনলোড করুন
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment