Tuesday, January 21, 2025

মাসিক ৩০,০০০/- টাকা বেতন, কলকাতার নামকরা BPO কোম্পানিতে নতুন করে কর্মী নিয়োগ! ইন্টারভিউ দিয়ে চাকরি

চাকরি-প্রার্থীদের জন্য ফের একবার সুখবর, কলকাতা বিখ্যাত BPO কল সেন্টার কোম্পানি tele performance এর তরফ থেকে সরাসরি ইন্টারভিউ দিয়া ফের একবার নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে উচ্চমাধ্যমিক ও গ্রাজুয়েশন অথবা এক্সপেরিয়েন্স চাকরি-প্রার্থীরা আবেদন করতে পারবেন। চলুন এই বিষয়ে জেনে নিন বিস্তারিত তথ্য।

 

 

• কোম্পানির নাম: tele performance

• পদের নাম: Customer Support Representative

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

• মোট শূন্যপদ সংখ্যা: এখানে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে ৫০ টি‌

• যোগ্যতা: আবেদনকারীরা এখানে HS পাশ, গ্রাজুয়েশন অথবা পূর্বের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন। সাথে থাকতে হবে English এ ভালো কমিউনিকেশন স্কিল।

 

• মাসিক বেতন: যারা এখানে চাকরি পাবেন তাদের মাসিক বেতন এখানে ৩০,০০০/- টাকা in hand salary দেওয়া হবে।

• নিয়োগ স্থান: Kolkata sector 5

• বয়সসীমা: ১৮ বছর হতে যে কোন বয়সের প্রার্থীরা এখানে আবেদনের করতে পারবেন।

• কাজের সময়সূচি: 

) সপ্তাহে ৭ দিনের মধ্যে ৫ দিন কাজ।

) আবেদনকারীদের night shift করতে হবে।

) 1 ঘন্টা বিরতি সহ 9 ঘন্টা শিফট।

) প্রথম ৩ মাসের জন্য নৈমিত্তিক ছুটি দেওয়া হবে না।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের নিচে দেওয়া WhatsApp number এ নিজের updated CV পাঠিয়ে আবেদন করতে হবে।

• আবেদন মূল্য: এখানে আবেদন করতে কোন টাকা পয়সা লাগবে না। যদি কোম্পানির হয়ে আপনার কাছে কেউ registration fees, application fees বা এই ধরনের কিছু বলে টাকার দাবি করে তাহলে দেবেন না।

• CV পাঠানোর ইমেইল ঠিকানা:

WhatsApp number: 60017 66706

• বিজ্ঞপ্তি দেখুন: ( ক্লিক করুন

আরও পড়ুন: স্নাতক পাশে ইউনিয়ন ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo