গত ফেব্রুয়ারি এবং মার্চ মাসে আমাদের রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। কিছুদিনের মধ্যে হয়তো এই সমস্ত পরীক্ষায় ফলাফল প্রকাশিত হবে। এবার যে সমস্ত ছাত্র-ছাত্রী এই বড় পরীক্ষাগুলোতে ভালো ফলাফল করতে পারবে,তাদের জন্য কিন্তু রয়েছে একটা দারুন বড় সুখবর। কারণ পরীক্ষায় যাদের ফলাফল একটু ভালো হবে, তারা কিন্তু সরকার থেকে পেয়ে যাবে পুরোপুরি নগদ ১৮ হাজার টাকা।
তবে সকলেই যে ১৮ হাজার টাকা পাবে তেমনটাও কিন্তু নয়। স্কলারশিপের ১৮ হাজার টাকা পাওয়ার জন্য শিক্ষার্থীদের কিছু শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে প্রথম শর্ত এটাই যে- শিক্ষার্থীকে অবশ্যই বিগত পরীক্ষায় অন্ততপক্ষে ৬০ শতাংশ নম্বর তুলতে হবে। দ্বিতীয় শর্ত এটাই যে তার পারিবারিক বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম হতে হবে।। এছাড়াও শিক্ষার্থীর নিজস্ব আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, রেশন কার্ড, কাস্ট সার্টিফিকেট সহ কিছু অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র থাকতে হবে।
যেসমস্ত শিক্ষার্থীর ক্ষেত্রে যদি এই সমস্ত শর্ত পূরণ হবে, তারা খুব সহজেই পশ্চিমবঙ্গের ‘স্বামী বিবেকানন্দ স্কলারশিপের’ জন্য আবেদন করতে পারবে। Swami Vivekanada Scholarship-এ আবেদন করতে হলে ‘https://svmcm.wbhed.gov.in/’ এই অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। শিক্ষার্থীরা চাইলে নিজে বাড়িতে বসে বা এইকটবর্তী সাইবার ক্যাফেতে গিয়েও স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারে।।
এবার, যেই সমস্ত ছাত্রছাত্রী গত মাধ্যমিক পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর সহ পাস করার পর কলা অথবা বাণিজ্য বিভাগে পড়াশোনা করবে, তারা মাসিক ১০০০ টাকা হিসেবে একেবারে বার্ষিক ১২ হাজার টাকা পাবে। আবার অন্যদিকে যারা ভালো নম্বর সহ পাস করার পর বিজ্ঞান বিভাগ বা অন্যান্য বিভাগে পড়াশোনা করবে বা যারা ইতিমধ্যে পড়ছে করছে, তারা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকেই আবার বার্ষিক ১৮,০০০ টাকা পাবে।।
আরও পড়ুন: জানা গেল দিনক্ষণ, এই ওয়েবসাইটে প্রকাশ পাবে উচ্চ মাধ্যমিকের ফল