Saturday, July 27, 2024

বাড়ানো হল ছুটি, রাজ্যে একটানা ৩ মাস বন্ধ থাকবে সমস্ত স্কুল-কলেজ! রইলো ছুটির তালিকা

চলতি এপ্রিল মাস থেকে শুরু করে আগামী জুন মাস পর্যন্ত- পরপর তিন তিনটি মাস ছুটি থাকতে চলেছে রাজ্যের সমস্ত প্রাইমারি স্কুল,উচ্চ বিদ্যালয় এবং সেই সঙ্গে সকল কলেজ। তবে কবে থেকে এই ছুটির কার্যকর হবে এবং কবেই বা পূনরায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চলেছে, তা জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে দেখুন।।

এখনো পর্যন্ত এপ্রিল মাস শেষ হয়নি কিন্তু এখনই যা গরম পড়তে শুরু করেছে তাতে নাজেহাল সকলেই। এই অতিরিক্ত গরমে বড়দের যতটা কষ্ট হয় তার থেকে দ্বিগুণ কষ্ট হয় ছোটো, মাঝারি স্কুল পড়ুয়াদের। মাঝে মাঝে তো গরম এতটাই বেড়ে যায় যে পড়ুয়ারা স্কুলেই অসুস্থ হয়ে পড়ে। এবার যাতে এই অবস্থা না হয় সেজন্য আগে ছুটির সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর।

WB School Female children photo

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এবার রাজ্যে তিন মাস স্কুল-কলেছে ছুটি থাকার পেছনে একটা বড় কারণ হলো লোকসভা ভোট। যেহেতু লোকসভা ভোট গ্রহণরর কাজ স্কুল কলেজেই হয়ে থাকে,সেই কারণে এপ্রিল মাসে অনেক স্কুল এবং কলেজ বন্ধ রাখা হবে। চলতি এপ্রিল মাসে লোকসভা ভোট শুরু হতে চলেছে। ইতিমধ্যেই বিভিন্ন স্কুলে ভোটের কাজ শুরুও হয়ে গেছে। এবার সাতটি দফায় লোকসভা ভোট থাকায় যে সমস্ত স্কুল এবং কলেজে ভোটের বুথ রয়েছে, সেই সমস্ত স্কুল-কলেজই বন্ধ থাকবে এপ্রিল মাসে।

এপ্রিল মাসের পর আগামী মে গোটা মে মাসটা জুড়েই রাজ্যে স্কুল গুলোতে গরমের ছুটি থাকবে। মে মাসের পর জুন মাসেও কিছুদিন স্কুল ছুটি থাকবে। আগামী ২রা জুন শনিবার পড়বে। সেদিন স্কুল খোলার কথা ভাবা হয়েছে। তবে যেহেতু ২রা জুন শুক্রবার এবং ৩রা জুন শনিবার পড়বে, তাই শুক্র শনি বাদ দিয়ে একেবারে ৫ তারিখ সোমবার স্কুল খোলা হতে পারে।

আরও পড়ুন: মাধ্যমিক পাশ পড়ুয়াদের ১৮,০০০ টাকা স্কলারশিপ, আবেদন পদ্ধতি জেনে নিন 

আপনার জন্য
WhatsApp Logo