চলতি এপ্রিল মাসটা কিন্তু রাজ্যবাসীর জন্য খুবই লাভজনক হতে চলেছে। মুসলিমদের পবিত্র রমজান উপলক্ষে সরকার থেকে বিশেষ কিছু ঘোষণা করা হয়েছে। তাই যদি আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। এবার চলতি এপ্রিল মাস কী করে সুবিধাজনক হতে চলেছে বা রাজ্যবাসী কী করে এই মাসে উপকৃত হবেন, সেটা জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে দেখুন।।
চলতি এপ্রিল মাসটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে এই জন্যই সুবিধা জনক হতে চলেছে যে- এই মাসে কিন্তু সাধারণ মানুষের বেশ কিছু অর্থ সাশ্রয় হতে চলেছে এবং সেই সঙ্গে তারা কিছু অর্থ সাহায্যও পেতে চলেছেন। প্রথমত এই চলতি এপ্রিল মাসে যারা রেশনের সুবিধা পেয়ে থাকেন, তারা কিন্তু আগামী মাসে খুবই কম দামে রেশন থেকে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী পাবেন। ফলে অন্যান্য মাসের তুলনায় এই মাসে কিন্তু রেশনেও খরচা কম হবে।
যাদের SPHH ও AAY রেশন কার্ড রয়েছে,তারা তারা খুবই কম দামে এবার রেশন থেকে তিন ধরনের খাদ্য সামগ্রী নিতে পারবেন খাদ্য সামগ্রির মধ্যে রয়েছে ছোলা চিনি এবং ময়দা এপ্রিল মাসে এক কেজি ছোলা পাওয়া যাবে ৪৯ টাকায় চিনি পাওয়া যাবে ৩২ টাকায় এবং এক কেজি ময়দাটা পাওয়া যাবে মাত্র ৩০ টাকায়।
এই মাসটা ভালো কাটার আরো একটা বড় কারণ হলো- এই এপ্রিল মাসেই কিন্তু রাজ্যের মহিলারা বিশেষ আর্থিক সাহায্য পাবেন। যাদের লক্ষ্মীর ভান্ডারে ১,০০০ টাকার বদলে ১,২০০ টাকা এবং ৫০০ টাকার বদলে হাজার টাকা ঢোকার কথা ছিল, বিশেষ সমস্যা থাকার কারণে সকলের কিন্তু লক্ষ্মীর ভান্ডারে টাকা পাঠানো সম্ভব হয়নি। তাই সরকার থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে- চলতি এপ্রিল মাসেই সকলের অ্যাকাউন্টেই কিন্তু লক্ষীর ভান্ডারের টাকা হিসাবে ৩,০০০ টাকা করে পাঠানো হবে।
আরও পড়ুন: প্রতিমাসে এতো ইউনিট বিদ্যুৎ ফ্রি দিচ্ছে কেন্দ্রীয় সরকার।