Saturday, July 27, 2024

জানা গেল দিনক্ষণ, এই ওয়েবসাইটে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল! জেনে নিন তারিখ

২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল বা রেজাল্ট কবে প্রকাশিত হবে? কোন ওয়েবসাইটে রেজাল্ট চেক করা যাবে? এসব প্রশ্নই ঘোরাঘুরি করছে ছাত্র-ছাত্রীদের মধ্যে। এসব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর-ই জানতে আমাদের এই প্রতিবেদনটি শেষ অব্দি পড়ার অনুরোধ রইলো ছাত্র-ছাত্রীদের।

২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১৬ই ফেব্রুয়ারি এবং তা শেষ হয়েছিল গত ২৯ শে ফেব্রুয়ারি। এবার প্রতিবারই দেখা যায় যে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়ে আসার ১ মাস পর থেকেই তাদের মনে এই প্রশ্ন জাগতে শুরু করে যে ঠিক কবে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে পারে এবং সেই ফল কিভাবেই বা ছাত্র-ছাত্রীরা জানতে পারবে?

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

সাধারণত পরীক্ষা শেষ হওয়ার আড়াই থেকে তিন মাস পরে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়। কারণ জুন-জুলাই মাসে প্রতিটা কলেজেই ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যায়।। যাইহোক, এবার ঠিক কোন মাসে বা কত তারিখে তার একটা সম্ভাব্য তারিখ অনুমান করা যাচ্ছে।

Girls Board exam

 

 

ঠিক কবে বা কত তারিখে 2024-25 Uccha Madhyamik Result প্রকাশিত হবে, সেই নিয়ে West Bengal Council Of Higher Secondary Education (WBCHSE) বা উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদ স্পষ্ট করে কিছু জানায়নি। তবে যেটা অনুমান করা হচ্ছে যে আগামী মে মাসের শেষ দিকেই 2024 WB Higher Secondary Result প্রকাশিত হবে। যদি কোনো কারণে তা না হয়, তাহলে জুন মাসের প্রথম সপ্তাতেই 2025 HS Result প্রকাশিত হবে।।

কীভাবে 2024-25 HS Result চেক করবেন? 

অনলাইনে উচ্চ মাধ্যমিকের ফলাফল চেক করার জন্য www.wbresults.nic.in, www.exametc.com এবং www.indiaresults.com- এই তিনটে ওয়েবসাইট চেক করতে পারেন। তবে এই তিনটি ওয়েবসাইট ছাড়াও আরও অন্যান্যের ওয়েবসাইট রয়েছে যেগুলো থেকে রেজাল্ট চেক করা যাবে। যাইহোক, যেকোনো একটা ওয়েবসাইটে গিয়ে নিজের Date Of Birth এবং Roll No. দিলেই ফলাফল চেক করা যাবে ছাত্র-ছাত্রীরা।

Telegram channel joining logo

আপনার জন্য
WhatsApp Logo