অবশেষে লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীদের অপেক্ষার দিন কাটিয়ে মাধ্যমিক ২০২৪ এর ফল (Madhyamik Result 2024) ঘোষণার তারিখ ঘোষণা করলো রাজ্যের মধ্যে শিক্ষা পর্ষদ। পর্ষদ সূত্রের খবর আগামী ২মে প্রকাশ পেতে চলেছে মাধ্যমিক ২০২৪ এর ফলাফল। ছাত্র-ছাত্রীরা অনলাইনে বেশ কিছু ওয়েবসাইটে গিয়ে সবার আগে নিজেদের মাধ্যমিকের ফলাফল জানতে পারবেন।
সংবাদ মাধ্যম সূত্রের খবর রাজ্যে এই বছর রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা ছিল ৮.৭৬ লাখ। যদিও আগের বছরের থেকে এই সংখ্যা চলতি বছরে বেশি। ২০২৩ সালে রাজ্যে মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা ছিল ৬.৮ লক্ষ। তবে যাই হোক চলুন জেনে নেওয়া যাক কোন কোন ওয়েবসাইটে সবার আগে ২০২৪ এর মাধ্যমিক ফলাফল জানতে পারবেন ছাত্র-ছাত্রীরা।
যেসব ওয়েবসাইটে মাধ্যমিক ২০২৪ এর ফল দেখ যাবে:
1. wbresults.nic.in
২. wbbse.wb.gov.in
3. www.exametc.com
4. wbbse.org
5. www.schools9.com
6. www.indiaresult.com
7. www.results.shiksha
8. www.fastresult.in
9. www.vidyavison.com
10. www.Indianexpress.com
11. www.tv9hindi.com
12. www.iresults.net
13. www.Wb10.abplive.com
ছাত্রছাত্রীরা উপরে উল্লেখিত ওয়েবসাইটে গুলোতে ২মে সকাল ৯ টা ৪৫ মিনিট নাগাদ নিজের রেজাল্ট দেখতে পারবেন। ওয়েবসাইট গুলোতে প্রবেশ করে নিজেদের রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ বসিয়ে মাধ্যমিক ২০২৪ এর ফলাফল জানা যাবে।
আরও পড়ুন: ৮মে বের হবে পরীক্ষার রেজাল্ট