Monday, October 14, 2024

ভারতীয় রেলে ফের কর্মী নিয়োগ! যোগ্যতা ন্যূনতম পাস, জেনে নিন কিভাবে আবেদন করবেন

আপনি কি একটি সরকারি চাকরি খুঁজছেন কিংবা আপনি কি ভারতীয় রেলে (Indian railway JOB) চাকরি করতে চান? তাহলে এই প্রতিবেদনটি সম্পূর্ণ আপনার জন্য। সম্প্রতি ভারতীয় রেলের তরফ থেকে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে।‌ যেখানে চাকরি-প্রার্থীরা ন্যূনতম যোগ্যতা হলেই আবেদন করতে পারবেন। আরও বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি শেষ অব্দি পড়ুন।

পদের নাম এবং শূন্যপদ: এখানে পদের নাম হচ্ছে Senior Manager / Manager (Signalling)

শূন্যপদ: এখানে কেবলমাত্র ১টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদন করার জন্য চাকরি-প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র রেলের সিগন্যাল সম্পর্কে ধারণা এবং সিগন্যালের পূর্বের কাজের অভিজ্ঞতা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

মাসিক বেতন: রেলে বেতন কাঠামো অনুযায়ী এখানে প্রার্থীদের ৬০,০০০ থেকে ১৮০,০০০ টাকা প্রতিমাসে বেতন দেয়া হবে।

বয়সসীমা: এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স চাওয়া হয়েছে ৫৬ বছরের মধ্যে।

নিয়োগ স্থান: Kolkata/EASTERN REGION.

নিয়োগকারী সংস্থা: RAILTEL CORPORATION OF INDIA (RCIL).

আবেদন পদ্ধতি এবং শেষ পর্যন্ত: ২৩/০৫/২০২৪ তারিখের মধ্যে রেলের www.railtel.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে মোডে আবেদন করতে হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আবেদন করুন: ক্লিক করুন এখানে।

আরও পড়ুন: কলকাতা মেট্রো রেলে কর্মী নিয়োগ। বেতন ৫৬,০০০ টাকা। শেষ তারিখ ২০/৫/২০২৪। 

Telegram channel joining logo

আপনার জন্য
WhatsApp Logo