Friday, December 13, 2024

অবশেষে যানা গেল তারিখ! ৮মে বেরোবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট, মার্কসিট মিলবে কবে? জেনে নিন

আর কোনো আনুমানিক তারিখ নয়! ঠিক কোন তারিখে ২০২৪ উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ( HS exam result 2024 ) কবে প্রকাশিত হবে- উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফে সেটা খুবই স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে আজ। জেনে নিন ঠিক কবে প্রকাশিত হচ্ছে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট।

২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১৬ই ফেব্রুয়ারি এবং সেটা শেষ হয়েছে ২৯ শে ফেব্রুয়ারিতে। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার দুই থেকে আড়াই মাসের মধ্যেই রেজাল্ট প্রকাশ করা হয়। কারণ বেশিরভাগ কলেজে আবার জুন মাসের দিকে ভর্তি প্রক্রিয়া শুরু করা হয়। সেদিকে খেয়াল রেখেই উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ দ্রুত পরীক্ষার ফলাফল প্রকাশের কাজ শেষ করে।

 

এবারও কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার যথেষ্ট আগেই উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদ (WBCHSE) 2024 HS Result Publish করার সিদ্ধান্ত নিয়েছে। WBCHSE’র তরফে জানানো হয়েছে- 2024 HS Result দেওয়া হবে আগামী মে মাসের ৮ তারিখ। ৮ই মে দুপুর একটা থেকে বিকেল তিনটে পর্যন্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট ছাড়াও অন্যান্য বেশ কয়েকটি ওয়েবসাইটে দেখা যাবে- 2024 WB HS Result.

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

HS result Date official notification

WB 2024 HS Result Marksheet কবে দেওয়া হবে?

সাধারণ প্রতিবছর যেদিন উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয় তার, দু একদিন পরেই সমস্ত স্কুলে মার্কশিট হার্ডকপি পৌঁছে যায়। তাই বলা যায় সকল পরীক্ষার্থীই মে মাসের মধ্যেই WB HS Result Marksheet Hardcopy পেয়ে যাবে। তবে, হার্ডকপি পেতে সময় লাগলেও প্রত্যেকে অনলাইনে নিজের মার্কশিট ডাউনলোড (download) করতে পারবে।

কোন ওয়েবসাইট, কিভাবে 2024 HS Result Check করবেন? 

২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট চেক করার জন্য আপনাদের ‘https://wbchse.wb.gov.in/‘ ওয়েবসাইট ভিজিট করতে হবে। ভিজিট করার পর আপনি সেখানে HS Result Section দেখতে পাবেন। সেখানে ক্লিক করলে আপনাকে জন্ম তারিখ এবং রোল নম্বর দিতে হবে। এসব দিয়ে সাবমিট করলেই আপনার সামনে পরীক্ষার্থীর রেজাল্ট খুব সহজেই চলে আসবে।।

Telegram channel joining logo

আপনার জন্য
WhatsApp Logo