এবার আর, দুই-তিন হাজার টাকা নয়! রাজ্যের এক বিশেষ স্কলারশিপে একেবারে পাওয়া যাবে ১৬ হাজার টাকা। ছাত্র-ছাত্রীদের আর্থিক দিক থেকে সাহায্য করতে ২০১৪ সালের শুরু করা হয়েছিল এই বিশেষ স্কলারশিপটি। কিন্তু কোন স্কলারশিপে এত টাকা পাওয়া যায় কারা পায় কিভাবে পাওয়া যায়? এই সকল প্রশ্নের উওর থাকবে এই প্রতিবেদনে।।
প্রথমেই বলে দেই কারা এই বিশেষ স্কলারশিপের সুবিধা পাবেন। রাজ্যের যেই সমস্ত ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে গেছে বা যারা মাধ্যমিক এবার পাস করবে এবং যারা ইতিমধ্যেই পাশ করে একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী, স্নাতক, স্নাতকোত্তর, কোনো ডিপ্লোমা কোর্স বা এই ধরনের কোনো উচ্চশ্রেণিতে পড়াশোনা করছে- এমন ছাত্রছাত্রীরা পেয়ে থাকেন এই স্কলারশিপের সুবিধা।। তবে হ্যাঁ- উচ্চ ক্লাসে পড়াশোনা করছে বলেই যে স্কলারশিপ পাবে এমনটা কিন্তু একেবারেই নয়। বিগত বছরের পরীক্ষায় অন্ততপক্ষে ৫০ শতাংশ নম্বর পেয়েছে শুধুমাত্র এমন ছাত্র-ছাত্রীরাই এই স্কলারশিপের সুবিধা পাবে।।
কারা পাবে ১৬ হাজার টাকা?
এতক্ষণ যে স্কলারশিপের বিষয়ে বলছিলাম তা হলো ঐক্যশ্রী স্কলারশিপ (WB Aikyashree Scholarship). পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ নিগম (WBMDFC) আমাদের রাজ্যের সংখ্যালঘু অর্থাৎ যাদের সংখ্যা আমাদের রাজ্যে খুব কম, (যেমন- খ্রিষ্টান, বৌদ্ধ, মুসলিম, শিখ, পার্সি এবং জৈন ধর্মের পড়ুয়ারা)- তাদের জন্য শুরু ২০১৪ সালে চালু করা হয়েছিল এই ঐক্যশ্রী স্কলারশিপ। তাই এই নির্দিষ্ট কয়েকটি সম্প্রদায়ের ছাত্র-ছাত্রী বাদে অন্যান্য কেউই এই স্কলারশিপের সুবিধা পাবে না।
কিভাবে ঐক্যশ্রী স্কলার্শিপের ১৬,০০০ টাকা পাওয়া যাবে?
ঐক্যশ্রী স্কলার্শিপের ১৬ হাজার টাকা পাওয়ার জন্য যোগ্য ছাত্র-ছাত্রীদের ‘wbmdfcscholarship.in‘ ওয়েবসাইট ভিজিট করে প্রথমত এই পোর্টালে রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন করার পর তথ্য সহ এবং গুরুত্বপূর্ণ নথিপত্র স্ক্যান করে আপলোড করে আবেদন করতে হবে। আবেদন করার পর তার প্রিন্ট আউট স্কুলে / কলেজে গিয়ে জমা দিতে হবে। সবকিছু ঠিকঠাক থাকলে খুব সহজেই স্কলারশিপের ১৬ হাজার টাকা পাওয়া যাবে।
ঐক্যশ্রী স্কলার্শিপে সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত টাকা পাওয়া যায়?
২০১৪ সালের শুরু হওয়া এই ঐক্য সিরিজ স্কলারশিপের সর্বনিম্ন ১ হাজার টাকা এবং সর্বোচ্চ ১৬,৫০০ হাজার টাকা পাওয়া যায়। যারা প্রথম থেকে দশম শ্রেণীর মধ্যে পড়ছেন তারা ঐক্য শ্রী স্কলারশিপ থেকে সর্বনিম্ন ১০০০ টাকা এবং সর্বোচ্চ ১১ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন। অন্যদিকে পোস্ট ম্যাট্রিক অর্থাৎ দ্বাদশ শ্রেণী থেকে শুরু করে একদম পিএইচডি বা এমফিল পর্যন্ত স্কলারশিপ থেকে সর্বনিম্ন ১১,৯০০ এবং সর্বোচ্চ ১৬ হাজার ৫০০ টাকা পর্যন্ত পেতে পারেন।।