এমন বহু ওয়েবসাইট রয়েছে যেখানে কিনা পুরনো নোট ও কয়েক কেনাবেচা করা হয়। অন্তরাষ্ট্রীয় বাজারে এমন ওয়েবসাইটে গুলো রমরমিয়ে এসব পুরনো নোট-কয়েক কেনাবেচার ব্যাবসা করে আসছে। তাই আপনার কাছেও যদি কোন পুরোনো নোট বা কয়েন থেকে থাকে তাহলে আপনিও সেগুলো বিক্রি করতে পারেন এসব ওয়েবসাইটের মাধ্যমে। তবে কোটি টাকা নয়, পুরনো নোট-কয়েন আপনি বিক্রি করতে পারবেন লাখ টাকায়।
আপনার কাছে যদি পুরনো এমন ১০ টাকার নোট থেকে থাকে যার সিরিয়াল নম্বর “786” তাহলে সেই নোট আপনি বিক্রি করে পেয়ে যাবেন ৩ লক্ষ টাকা। পুরনো নোট কেনা বেচার কথা উঠলেই সর্বপ্রথম এই “786” নম্বরের নোটের কথাই উঠে আসে। কারণ মুসলিম সম্প্রদায়ের জন্য এই নম্বরটি খুবই লাকি। তাই এই সমস্ত নোট গুলোর মুসলিম বিশ্বে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। সাধারণত তারা মনে করেন যে এই “786” নম্বর হচ্ছে আল্লার সাথে সম্পর্কিত নম্বর। তাই আপনার কাছেও যদি এই নম্বরের ১০ টাকার কোন নোট থাকে তাহলে সেটি আপনি বিক্রি করতে পারবেন ৩ লাখ টাকায়। আর যদি এই নম্বরের ৪টি নোট আপনার কাছে থেকে থাকে তাহলে সেগুলো ১২ লাখ টাকায় বিক্রি করতে পারবেন আপনি। তবে চলুন যেনে নেই কিভাবে এই নোট আপনি বিক্রি করবেন অনলাইনে।
অনলাইনে এভাবে পুরনো নোট বিক্রি করুন:
পুরনো নোট বা কয়েন বিক্রি করার সবচেয়ে জনপ্রিয় একটি ওয়েবসাইট হচ্ছে ইবে। এই ওয়েবসাইটে গিয়ে সর্বপ্রথম আপনাকে বিক্রেতা হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর আপনার কাছে থাকা পুরনো ১০ টাকার সেই 786 লেখা নম্বরের নোটের ছবি তুলে পোষ্ট (post) করতে হবে। এরপর যারা এই নোটটি কিনতে আগ্রহী তারা যোগাযোগ করবেন আপনার সঙ্গে। আর ‘হ্যা’ আপনার নোটটি যেন আসল হয়। এবং নোটের একটি ফ্রেস ছবি আপলোড করতে হবে আপনাকে। তবে নোট বিক্রি করতে গিয়ে কোন প্রকার কোন প্রতারণার ফাঁদে পা দেবেন না যেন।