খুবই সামান্য পুজিঁ দিয়ে শুরু করা যাবে,যেখানে প্রতিযোগিতা খুবই কম থাকবে কিন্তু লাভ হবে অনেক বেশি, এমন ব্যবসা পশ্চিমবঙ্গে খুবই কম রয়েছে। ৪০ থেকে ৫০ হাজার টাকা দিয়ে শুরু করা যায় এমন যত ধরনের ব্যবসা পশ্চিমবঙ্গে রয়েছে, তার মধ্যে সবচেয়ে লাভদায়ক ব্যবসা গুলির মধ্যে কাগজের কাপ-প্লেট বানানোর ব্যবসা একটি।। এই ব্যবসায় না লাগে খুব বেশি টাকা আর না থাকে ক্ষতির সম্ভাবনা। তো আপনি কিভাবে কাগজের কাপ-প্লেট বানানোর ব্যবসা শুরু করতে পারেন, জানতে পড়তে থাকুন।।
কাগজের কাপ-প্লেট বানানোর ব্যবসা শুরু করার জন্য আপনার খুব বেশি পুজিঁর প্রয়োজন হয়না। কিন্তু এই ব্যবসা থেকে লাভ হয় অনেক বেশি। এই ব্যবসা থেকে অনায়াসেই মাসে ২০ থেকে ৩০ হাজার রোজগার করা যাবে, তাও আবার খুবই অল্প বিনিয়োগেই।। যারা ছোটোখাটো কোনো ব্যবসায় বিনিয়োগ করতে চাইছেন বা যাদের হাতে কম টাকা রয়েছে, তাদের জন্য এই ব্যবসা খুবই লাভদায়ক হতে পারে।।
কিভাবে ব্যবসা শুরু করবেন?
এই ব্যবসা শুরু করার জন্য আপনার একটা হস্তচালিত মেশিন প্রয়োজন হবে। এই মেশিন আপনি ২০ হাজার টাকা থেকেই পেয়ে যাবেন। মেশিন ছাড়াও অন্যান্য কাঁচামাল কিনতে আপনার মোট ৪০ থেকে ৫০ হাজারের মতো খরচ হতে পারে। এই ৪০ থেকে ৫০ হাজার দিয়ে শুরু করে যখন আপনার ব্যবসা বড় হয়ে যাবে, তখন আপনি বড়ো মেশিন কিনে নিতে পারেন।