Friday, September 13, 2024

লাখ টাকা উপার্জন করতে চাইলে শুরু করুন এই ব্যবসা, বাজারে এই জিনিসের চাহিদা দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে

২০২৩ সালে দাঁড়িয়ে আপনিও যদি ঘরে বসে ভালো অর্থ উপার্জনের রাস্তা খুঁজছেন তাহলে আমরা আপনাকে এমন একটি ব্যবসার (business idea) কথা বলতে চলেছি যেই ব্যবসা যদি আপনি একবার করেন তাহলে মাস গেলে আপনি ইনকাম করতে পারবেন লাখ টাকা। এমনকি এই ব্যবসার বাজারে রয়েছে প্রচুর চাহিদা। আপনি মাল বিক্রি করে কুলাতে পারবেন না। তাই জেনে নিন এই ব্যবসার সমন্ধে বিস্তারিত।

 

এই নাম ব্যবসার নাম হচ্ছে জ্যাম, জেলি ও মোরব্বা তৈরির ব্যবসা। শুনতে এই ব্যবসা লাভজনক মনে না হলেও অদৌতে কিন্তু তা নয়। এই জ্যাম, জেলি ও মোরব্বার বাজারে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। আপনি যদি এই ব্যবসা করেন তাহলে মাসে লাখ টাকা উপার্জন হবে আপনার। আর এই ব্যবসা সম্পুর্ন ঘরে বসেই করা যায়। আপনি শুধু জ্যাম, জেলি ও মোরব্বা তৈরি করবেন এবং এগুলো বিক্রি করা দোকানদারদের সাথে কনট্রাক করে নেবেন। দেখবেন আপনার মাল হুহু করে মাল বিক্রি হচ্ছে।

 

ফলের মাধ্যমে জ্যাম-জেলি তৈরি করা হয়: এই ব্যবসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটি হলো ফল (fruits)। কারণ ফল থেকেই তৈরি হয় এই জ্যাম-জেলি। এই জ্যাম-জেলি চিনি এবং পেকটিন বা ফলের সাথে মিশিয়ে তৈরি করা হয়। যা সম্পুর্ন ঘরে বসেই করা যায়। প্রথম দিকে পার্ট টাইম (part time) হিসেবে এই ব্যবসা শুরু করতে পারেন আপনি। এরপর উৎপাদন বাড়ানোর পাশাপাশি বড় করতে পারবেন আপনার এই ব্যবসা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Indian rupee

গ্রামীণ শিল্প কমিশনের (KVIC) রিপোর্ট অনুযায়ী, আপনি প্রায় ৭৭০০০০ টাকা দিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন। এবং এতে ১০০০ বর্গফুট বিল্ডিং শেড তৈরিতে ব্যয় হবে মাত্র ২০ হাজার টাকা। এটি ছাড়াও আপনাকে সরঞ্জামের জন্য অবশিষ্ট ৪৪০,০০০ টাকা খরচ করতে হবে। এবং এই ব্যবসা থেকে মাস গেলে আপনার আয় হবে ১ লাখ ৭০ হাজার টাকা পর্যন্ত। জানিয়ে রাখি এই ব্যবসায় প্রতিবছর আপনি ২২ হাজার কুইন্টাল জ্যাম, জেলি ও মোরব্বা তৈরি করতে পারবেন। তাই বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে আজই নেমে পড়ুন এই ব্যবসায়।

আপনার জন্য
WhatsApp Logo