Saturday, July 27, 2024

ঘরে বসে ব্যবসা করুন সবুজ সোনার, মাত্র ১ বছরেই হবেন ৪০ লাখ টাকার মালিক! সাহায্য করবে সরকার

আপনি কি ব্যাবসা (Business) করার কথা পরিকল্পনা করছেন? যেই ব্যাবসা ঘরে বসেই আপনি করতে পারবেন, আবার মাস গেলে সেখান থেকে আয় করতে পারবেন প্রচুর টাকা? তাহলে আজ আমরা আপনাকে এমনই একটি ব্যবসার কথা বলতে চলেছি যেই ব্যবসা হবে আপনার মনের মতো, অর্থাৎ আপনি ঘরে বসেই এই ব্যাবসা করতে পারবেন। এবং তার জন্য আপনাকে বাইরে কোথাও যেতে হবে না। এমনকি মাস শেষে আপনি সেখান থেকে আয় করতে পারবেন প্রচুর টাকা। তাহলে জেনে নিন সেই বিজনেস আইডিয়ার (Business idea) সমন্ধে বিস্তারিত।

 

এই ব্যবসার নাম হচ্ছে সবুজ সোনার ব্যবসা (Green gold business)। আপনি হয়তো ভাবছেন যে এই সবুজ সোনা আবার কি জিনিস? সোনার রং তো সোনালী হয় সবুজ হয় নাকি! আজ্ঞে না এটা সোনা নয় বরং সোনার মতোই দামি একটি বস্তুর নাম। যেমন পাটকে ভারতের সোনালী তন্তু বা সোনার ফসল বলা হয় তেমনি এই ব্যাবসার নাম হচ্ছে সবুজ সোনার ব্যবসা। আসলে এখানে সবুজ সোনা বলতে বোঝানো হয়েছে বাঁশের ব্যবসা। আপনি হয়তো জানেন যে বাঁশকে সবুজ সোনা বলা হয় ভারতে। আর এটাও হয়তো আপনি জানেন যে বাঁশের কার্যকারিতার বিষয়ে। বাঁশ দিয়ে কি কি তৈরি করা হয়।

Bamboo business idea

কিভাবে করবেন এই বাঁশের ব্যবসা?: এই বাঁশের ব্যবসা করার জন্য প্রতি হেক্টর জমিতে প্রায় ১ হাজার ৫০০ বাঁশ গাছ চারা লাগাতে হবে আপনাকে। এবং এই বাঁশের ফসল প্রায় ৩ বছরে তৈরি হয়ে যাবে। জানিয়ে দেই যে, ১টি বাঁশের দাম প্রায় ২৫০ টাকা। আর এতে সরকারের ভর্তুকিও রয়েছে। আর তাই এই বাঁশ চাষের ফলন বাড়ানোর জন্য সরকার একটি জাতীয় স্তরে বাঁশ মিশন প্রকল্প চালু করেছে। তার মানে আপনি প্রায় ২ লক্ষ টাকা খরচ করে এই বাঁশ চাষ শুরু করতে পারেন এবং এরপর ৩ বছর পরে আপনি ১ হেক্টর জমি থেকে প্রায় ৩.৫ লক্ষ টাকা আয় করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

জানিয়ে দেই যে, ভারত হচ্ছে একটি কৃষি প্রধান দেশ। তাই ভারতের অর্থনীতির বেশিরভাগটাই টিকে আছে এই কৃষি কাজের উপরে ভিত্তি করে। তাই আপনি যদি গ্রাম অঞ্চলের কেউ হয়ে থাকেন তাহলে বাঁশ চাষ আপনার জন্য একটি লাভজনক ব্যবসা হতে পারে।

আপনার জন্য
WhatsApp Logo