Thursday, October 24, 2024

বাড়িতে চাষ করুন অ্যালোভেরার, মাস গেলে ইনকাম হবে ৩ লাখ টাকা! রইলো সমস্ত কিছুর খুঁটিনাটি

আপনি কি বাড়িতে অ্যালোভেরা চাষ করে মাসে ৩ লাখ টাকা উপার্জন করতে চান? তাহলে এই প্রতিবেদনটি সম্পুর্ন আপনার জন্য। কারণ এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি কিভাবে আপনি বাড়িতে অ্যালোভেরা চাষের বিজনেস (business) করে প্রতি মাসে ৩ লাখ টাকা উপার্জন করতে পারবেন। তাই প্রতিবেদনটি শেষ অব্দি পড়ার অনুরোধ রইলো আপনাদের কাছে।

 

অ্যালোভেরার বাজারে প্রচুর চাহিদা রয়েছে। বিশেষ করে আপনি বাড়িতে অ্যালোভেরা চাষ করে তার থেকে জেল বা জেলি বের করে তা বাজারে বিক্রি করতে পারেন। অ্যালোভেরার জেলি থেকে মূলত বিভিন্ন ধরনের পুরুষ বা মহিলাদের মুখের ক্রিম তৈরি করা হয়। পাশাপাশি শ্যাম্পু-সাবান তৈরিতেও এই অ্যালোভেরার জেলি ব্যাবহার করা হয়। আপনি যদি কোন গ্রামাঞ্চলের বাসিন্দা হয়ে থাকেন তাহলে বাড়িতে অ্যালোভেরার চাষ করে বিভিন্ন কেমিকাল কিংবা সাবান-শ্যাম্পু প্রস্তুতকারক কোম্পানি গুলোর সাথে যোগাযোগ করে অ্যালোভেরার জেলি বিক্রি করতে পারেন তাদের কাছে। আর এই অ্যালোভেরার পাতা থেকে যেই জেলি বের করা হয় তার জন্য আপনার একটি মেশিনের প্রয়োজন হবে। আর এই মেশিন আপনি খুব সহজে অনলাইন কিংবা অফলাইন থেকে কিনত পারবেন।

Aloe Vera Farming

অ্যালোভেরার পাতা থেকে জেলি বের করার জন্য সাধারণত দুই ধরনের মেশিন প্রয়োজন। এক হচ্ছে অটোমেটিক এবং অন্যটি হচ্ছে সেমিঅটোমেটিক মেশিন। এবং এই অ্যালোভেরার চাষ আপনি আপনার বাড়ির ১০০ ফুট ফাঁকা জায়গায় শুরু করতে পারবেন। তবে এরজন্য আপনার বাড়ির বিদ্যুৎ সংযোগ, জলের ব্যবস্থা এবং ভালো যাতায়াত সুবিধা থাকতে হবে। জানিয়ে দেই যে, অ্যালোভেরা চাষ করার জন্য সরকার ৯০ শতাংশ ঋণ এবং ২৫ শতাংশ পর্যন্ত ভর্তুকি দেয়। তাই এই ব্যাবসা করার জন্য আপনার খরচ হতে পারে অনুমানিক ২ লাখ টাকা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

আয়: ১ লিটার অ্যালোভেরার জেলি উৎপাদন করতে আপনার খরচ হবে ৪০ টাকা। আর এই জেলি আপনি বিক্রি করতে পারবেন ১৫০ টাকা/ লিটারে। ফলে এই ব্যবসা করে আপনি মাসে লাখ টাকা উপার্জন করতে পারবেন এতে কোন সন্দেহ নেই।

আপনার জন্য
WhatsApp Logo