মাল গাড়ির বগিতে স্টিয়ারিংয়ের মতো লাগানো এই চাকার কাজ জানলে আশ্চর্য হবেন

#অফবিট নিউজ ডেস্কঃ সবাই নিশ্চয়ই মাল গাড়ি দেখেছেন। ট্রেন ভ্রমণের সময় কিংবা ট্রেন ধরার জন্য স্টেশনে গেলে অনেক সময় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে এই মাল গাড়ি। কিন্তু কখনো কি খেয়াল করেছেন মাল গাড়ির বগিতে স্টিয়ারিংয়ের মতো এক ধরনের চাকা লাগানো থাকে। এই চাকার কাজ কি জানেন? জানলে কিন্তু চমকে যাবেন।

কেন মাল গাড়ির বগিতে এই স্টিয়ারিংয়ের মতো দেখতে চাকা গুলো লাগানো থাকে, অনেকেই হয়তো ভাবতে পারেন, মাল গাড়ির দরজা খোলা এবং দরজা টাইট করার জন্য বোধহয় ব্যবহার করা হয় এই চাকা গুলো। কিন্তু আপনার এ ধারনা সম্পুর্ন ভুল। এর পেছনে রয়েছে অন্য কারণ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Goods train

যেনে নিন কেন স্টিয়ারিংয়ের মতো এই চাকা গুলো লাগানো থাকেঃ 

আসলে শুরুর দিকে মাল গাড়ি গুলোতে এই ধরনের চাকা ছিল না। ফলে প্রচুর সমস্যায় পড়তে হতো রেল কর্মচারীদের। কারণ এ চাকা না থাকার কারণে ঢালু জায়গায় মাল গাড়িকে দাঁড় করিয়ে রাখা ছিল চ্যালেঞ্জিং বিষয়। ব্রেক ছাড়াও এই স্টিয়ারিংয়ের মতো দেখতে চাকা গুলো এক প্রকার ব্রেকের মতোই কাজ করে জ্যাম করে রাখে মাল গাড়ির সমস্ত চাকা।

আপনার জন্য বিশেষ খবরঃ কতো টাকা দাম আস্ত একটি ট্রেনের? চাইলে আপনিও কি একটি ট্রেন কিনতে পারবেন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment