Tuesday, December 10, 2024

প্রতিদিন সকালে ব্রেকফাস্টে কি খান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? তার পছন্দের ডিস কি? জেনে আবাক হবেন

#লাইফস্টাইল ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হচ্ছেন পুরো দুনিয়ার মধ্যে অন্যতম একজন ক্ষমতাবান ব্যক্তি। তার নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে রকেটের গতিতে। কিন্তু এসব বাদেও কখনো কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আপনার মনের মধ্যে কৌতুহল তৈরি হয়েছে? তিনি কি একজন সাধারণ মানুষের মতোই জীবনযাপন করেন নাকি VVIP দের মতোই জীবনযাপন করেন তিনি? সকালে উঠে ব্রেকফাস্টে কি খান নরেন্দ্র মোদী? তার পছন্দের ডিস কি? জানেন?

টিভির সামনে এসে বরাবরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তিনি একজন সাধারণ মানুষের মতোই জীবনযাপন করেন। তাই এই ব্যাপারে কারো কোন সন্দেহ নেই যে তিনি একজন VVIP নাকি সাধারণ মানুষের মতোই জীবনযাপন করেন। কিন্তু এটি হয়তো কেউই জানেন না যে সকালে উঠে নরেন্দ্র মোদী ব্রেকফাস্টে কি কি খান বা তার পছন্দের ডিস কি। এই ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও হয়তো কখনো টিভিতে ইন্টারভিউতে বলেননি। তবে কিছু সুত্র থেকে জানা গিয়েছে নরেন্দ্র মোদীর পছন্দের ডিসের বিষয়ে।

তাহলে যেনে নিন নরেন্দ্র মোদীর পছন্দের ডিস গুলোর নামঃ 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নরেন্দ্র মোদী স্পষ্টতই খাঁটি গুজরাটি। তাই তিনি নিরামিষ খান। তাঁর পছন্দের নিরামিষাশী ডিস গুলোর নাম হলো সাদা খট্টা ধোকলা, খিচুড়ি, বেসন খান্ডভি, উধাও (এটি একটি ক্লাসিক্যাল গুজরাটি খাবারের নাম), মিষ্টান্ন এবং বাদাম পিস্তা শিরখন্ড।

নরেন্দ্র মোদী ব্রেকফাস্টে যা খানঃ 

প্রতিদিন ভোর ৫ টায় ঘুম থেকে উঠেন নরেন্দ্র মোদী। এরপর কর্মক্ষেত্রে যোগ দেবার আগে সকাল ৭:৩০ মিনিটে চায়ের সাথে বাদাম পিস্তা শিরখন্ড খেতে বড্ড ভালোবাসেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Disclaimer: উপরোক্ত তথ্য গুলো ১০০ শতাংশ সঠিক নাও হতে পারে। বিভিন্ন সংবাদমাধ্যম গুলোর থেকে তথ্য সংগ্রহ করে এই প্রতিবেদনটি তৈরি করা রয়েছে।

আপনার জন্য বিশেষ খবরঃ সকালে উঠে কি দিয়ে ব্রেকফাস্ট সারেন মুকেশ আম্বানি? বড়লোক মানুষের বড় কারবার, জেনে অবাক হবেন

আপনার জন্য
WhatsApp Logo