Friday, December 8, 2023

কতো টাকা দাম আস্ত একটি ট্রেনের? চাইলে আপনিও কি একটি ট্রেন কিনতে পারেন

#অফবিট নিউজ ডেস্কঃ ভারতের অর্থনীতির চাকা ঘুরছে ট্রেনের চাকার সাথে। কারণ ট্রেন হলো পুরো ভারতের প্রাণকেন্দ্র। ভারতের অর্থনৈতি বৃদ্ধির ক্ষেত্রে অনেকটাই অবদান রাখে এই ট্রেন গুলো। সাথে কোটি কোটি মানুষের জীবিকা নির্ভর করে আছে এই রেল ব্যবস্থার উপরে। একই সাথে প্রতিদিন ট্রেনে করে যাতায়াত করেন লক্ষ লক্ষ মানুষ।

তাই আপনিও নিশ্চয়ই একদিন না একদিন ট্রেনে চড়েছেন বা কেউবা হয়তো প্রতিদিনই ট্রেনে চড়ে কর্মক্ষেত্র যোগ দিতে যান। কিন্তু আপনি কি জানেন একটি ট্রেনের দাম কতো? চাইলে আপনিও কি একটি ট্রেন কিনতে পারেন?


Train manufacturing cost

বাইকের দাম, গাড়ির দাম, এটা নিশ্চয়ই সবাই জানেন। কিন্তু একটি ট্রেনের দাম কতো এটা কারোরই জানা নেই। একটি ট্রেন তৈরি করতে মোট খরচ কতো পড়ে, এছাড়াও ভারতের বুলেট ট্রেন তৈরিতে কতো টাকা খরচ হয়েছে তা এই প্রতিবেদনে জানতে পারবেন আপনি।

ভারতের মোট পাঁচটি রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলে। দেশের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস নতুন দিল্লী থেকে বারাণসী রুটে চলাচল করে। সংবাদ সংস্থা পিটিআইয়ের (PTI) খবর অনুযায়ী, নতুন প্রজন্মের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি তৈরি করতে মোট খরচ পড়েছে ১১৫ কোটি টাকা। তবে সাধারণ একটি ট্রেন তৈরি করতে এর থেকেও কয়েক কোটি টাকা খরচ কম পড়তে পারে।

তবে আপনি কি চাইলে একটি ট্রেন কিনতে পারেন? যদিও এই বিষয়ে সঠিক কোন তথ্য নেই। তবে আপনি চাইলে অবশ্যই ভাড়া নিতে পারেন আস্ত একটি ট্রেন। কিন্তু একটি ট্রেন কেনার কথা যদি আপনি ভেবে থাকেন তাহলে সেই ট্রেন চালাবেন কোথায়?

#আরো পড়ুনঃ একটি ট্রেন চালাতে ১ ঘন্টায় কতো ইউনিট বিদ্যুত পুড়ে? জেনে আবাক হবেন আপনি

আপনার জন্য
WhatsApp Logo