Saturday, October 26, 2024

মোদীর ফোন নম্বর জানেন? মোদীর সাথে ফোনে কথা বলুন এভাবে, জেনে নিন পদ্ধতি

#অফবিট নিউজ ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হচ্ছেন পুরো দুনিয়ার মধ্যে অন্যতম একজন ক্ষমতাবান ব্যক্তি। তার নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে রকেটের গতিতে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদাই দেশ এবং দেশের জনকল্যাণ উন্নয়নের জন্য কাজ করে থাকেন। এজন্য তিনি মাঝে মধ্যেই সাধারণ মানুষের থেকে নানা রকম পরামর্শ নিয়ে থাকেন দেশ চালানোর বিষয়ে।

তাই আপনিও চাইলে ফোনে কথা বলতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে। পরামর্শ দিতে পারেন দেশ চালানোর বিষয়ে। এমনকি চাইলে অভিযোগও জানতে পারেন যে কারো বিরুদ্ধে।

যে ভাবে যোগাযোগ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেঃ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মোদীর সাথে কথা বলতে আগে ছোট্ট একটি বিষয় জেনে নিন। আর তা হল, আপনি চাইলে সরাসরি ফোনে কথা বলতে পারবেন না নরেন্দ্র মোদীর সাথে। বরং আপনি তার দপ্তরে কর্মরত কর্মকর্তাদের সাথে ফোনে কথা বলতে পারবেন বা চাইলে অভিযোগও জানতে পারবেন। এবং তারাই আপনার করা অভিযোগ জানিয়ে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

Narendra Modi

যে ভাবে যোগাযোগ করবেনঃ

PMO: +91-11-23012312

PMO: +91-11-23012312

ফ্যাক্স: +91-11-23019545, 23016857

হেল্পলাইন: +91-1800-110-031

—–

মোদীর ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেলঃ

https://facebook.com/narendramodi

https://instagram.com/narendramodi

ইমেইল ঠিকানাঃ

connect@mygov.nic.in

narendramodi1234@gmail.com

চিঠি পাঠান এই ঠিকানায়ঃ

প্রধানমন্ত্রীর কার্যালয়, সাউথ ব্লক, নিউ দিল্লি, পিন কোড – 110011

 

আপনার জন্য
WhatsApp Logo