Wednesday, September 18, 2024

নভেম্বর মাস থেকে কাজ করবেনা আর এই সমস্ত ব্যাংকের ATM কার্ড! বড় ঘোষণা RBI এর

ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে কিন্তু ATM Card ব্যবহার করেন না এমন মানুষের সংখ্যা খুবই কম। কিন্তু সম্প্রতি একটা বিষয় জানা যাচ্ছে যে, আগামী নভেম্বর মাসেই বন্ধ হতে চলেছে প্রচুর সংখ্যক মানুষের ATM Card। ATM কার্ড বন্ধ হয়ে গেলে তাদের যে তাদের যে নানা ধরনের সমস্যায় পড়তে হবে সেটা অকল্পনীয় নয়। কিন্তু কেন আর কাদের ATM Card বন্ধ হতে চলেছে? জানতে পড়তে থাকুন।।

ATM Card বন্ধ হওয়ার পেছনে একাধিক কারণ হতে পারে। তবে নভেম্বর মাস থেকে যে কারণে ATM Card বন্ধ হতে পারে তা হলো- গ্রাহকের অ্যাকাউন্টের সাথে কোনো বৈধ মোবাইল নম্বর রেজিস্ট্রার না করানো। যাদের অ্যাকাউন্টের সাথে কোনো বৈধ মোবাইল নম্বর রেজিস্ট্রার করানো নেই, তাদের ৩১শে অক্টোবরের মধ্যে তা করতে হবে। যদি গ্রাহকরা তা না করেন, তাহলে ৩১শে অক্টোবরের পর বা ১লা নভেম্বর থেকে তাদের ATM Card বন্ধ হয়ে যাবে।

তবে এই নিয়ম সকল ব্যাংকের গ্রাহকদের জন্য নয়। এই নিয়ম জারি করা হয়ে ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে। সম্প্রতি Bank Of India’র তরফ থেকে টুইট করে জানানো হয়েছে বিষয়। BOI তরফে জানানো হয়েছে, যেসমস্ত গ্রাহকদের বৈধ মোবাইল নম্বর রেজিস্ট্রার করানো নেই, তাদের নিজের নিকটবর্তী ব্যাংকের শাখায় গিয়ে ৩১শে অক্টোবরের মধ্যে বৈধ অ্যাকাউন্টের সাথে একটা মোবাইল নম্বর রেজিস্ট্রার করিয়ে নিতে হবে। যদি তা না করা হয় তাহলে গ্রাহকদের ডেবিট কার্ডের সুবিধা হারাতে হবে।।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
আপনার জন্য
WhatsApp Logo