Thursday, October 10, 2024

একটি ট্রেন চালাতে ১ ঘন্টায় কতো ইউনিট বিদ্যুত পুড়ে? জেনে আবাক হবেন আপনি

#অফবিট নিউজ ডেস্কঃ ভারতীয় রেল হলো পুরো বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্ববৃহৎ রেল যোগাযোগ মাধ্যম। প্রতিদিন লাখ লাখ মানুষ যাতায়াত করেন এই রেলে চড়ে। এমনকি কোটি কোটি মানুষের জীবিকা নির্ভর করে আছে এই রেল ব্যবস্থার উপরে। অন্যদিকে ভারতীয় রেল হলো পুরো দুনিয়ার মধ্যে যে কোন যাতায়াত বাহনের থেকেও সুলভ ও সস্তা।

ট্রেন সমন্ধে অনেকেরই মনে রয়েছে অনেক রকম কৌতুহল। বিশেষ করে যখন কোন সাধারণ মানুষ ট্রেনে করে যাতায়াত করেন এই ট্রেন নিয়ে তাদের মনে নানারকম কৌতুহলী প্রশ্ন জাগে। আর তেমনি একটি কৌতুহলী প্রশ্ন হল ১ ঘন্টায় আস্ত একটি ট্রেন চালাতে কতো কিলোওয়াট বিদ্যুতের প্রয়োজন হয়।

একটি ট্রেন চালাতে ১ ঘন্টায় যতো কিলোওয়াট বিদ্যুৎ পুড়েঃ 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

একটি ট্রেন চালাতে হলে ১ ঘন্টায় কতো কিলোওয়াট বিদ্যুৎ পুড়ে তার আগে আমাদের জানা উচিত যে একটি ডিজেল লোকোমোটিভ চালাতে হলে ৪-৬ লিটার তেল পুড়ে প্রতি কিলোমিটার। তবে সেই হিসেব ট্রেনের লোড, উচ্চতা এবং ভৌগলিক অবস্থা অনুযায়ী পরিবর্তিত হতে পারে। তেমনি একই হিসেব ইলেকট্রিক লোকোমোটিভ-এর ক্ষেত্রের সমান।

তাহলে জেনে নিন একটি ট্রেন ১ঘন্টায় কতো কিলোওয়াট বিদ্যুৎ খায়।

একটি WAP-4 লোকোমোটিভ যেটি 6টি ডিসি ট্র্যাকশন মোটর বিশিষ্ট ইঞ্জিন। এইসব লোকোমোটিভ দিয়ে একটি আস্ত ট্রেন চালাতে হলে সেই ট্রেন ১ ঘন্টায় 840 থেকে 1080 কিলোওয়াট (KW) বিদ্যুৎ পুড়ে। এবং ৮ ঘন্টায় একটি ট্রেন চালাতে 650 কিলোওয়াট থেকে 8500 কিলোওয়াট (KW) বিদ্যুতের প্রয়োজন হয়। তবে 3 ফেজ লোকোমোটিভ যেমন WAG-9, WAG-9H এবং WAP-7 গুলোতে বিশেষ কিছু ব্রেকিং সিস্টেম রয়েছে ফলে এধরনের ইঞ্জিন ২০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে পারে।

এ ধরনের ইঞ্জিন দিয়ে একটি ট্রেন চালাতে 720 থেকে 840 কিলোওয়াট প্রতি ঘন্টা। এবং ৮ ঘন্টায় 5760 থেকে -6720 কিলোওয়াট বিদ্যুতের প্রয়োজন হয়।

#আরো পড়ুনঃ এটিই হচ্ছে ভারতের সবচেয়ে ধীরগতির ট্রেন, এর চেয়েও দৌড়ে আগে পৌঁছে যাওয়া যায় গন্তব্যে

আপনার জন্য
WhatsApp Logo