লাইফ ইন্স্যুরেন্স কর্পারেশন অফ ইন্ডিয়ার এমন একটি বিশেষ স্কিম রয়েছে; যেখান থেকে প্রতিমাসে পাওয়া যায় নগদ ১২,০০০ টাকা। বিশেষ এই স্কিম সম্পর্কে যদি আপনি না জেনে থাকেন, তাহলে এক্ষুনি জেনে নিন বিস্তারিত।
লাইফ ইন্স্যুরেন্স কর্পারেশন অফ ইন্ডিয়ার (LIC) যে স্কিম সম্পর্কে আপনাদের জানাতে যাচ্ছি সেটি হলো LIC Smart Pension Scheme. এই স্কিমে যেকোনো ব্যক্তি নিজের আগামী ভবিষ্যত জীবনের জন্য টাকা সঞ্চয় করতে পারেন। যাদের বতর্মান বয়স ১৮ থেকে ৬০ বছর, তারা LIC স্মার্ট পেনশনের স্কিমের সুবিধা নিতে পারেন। LIC স্মার্ট পেনশন স্কিমে মাত্র একবারই টাকা রাখতে হয়।
নূন্যতম ১ লক্ষ থেকে শুরু করে আপনি যেকোনো অ্যামাউন্ট এখানে রাখতে পারেন। আপনি যত বেশি টাকা রাখবেন, আপনি ততো বেশি রিটার্ন হিসাবে পাবেন। LIC স্মার্ট পেনশন স্কিমের মেয়াদ পূর্ণ হওয়ার পর লাভার্থীরা তিন মাস অন্তর অন্তর যেমন ৩,০০০ টাকা করে তুলতে পারবেন, ঠিক সেরকম ছয় মাস অন্তর অন্তর ৬,০০০ টাকা হিসাবে বার্ষিক ১২,০০০ টাকাও পেতে পারেন। যদি আপনি LIC স্মার্ট পেনশন স্কিমের সুবিধা নিতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে আপনি যেকোনো LIC এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে পারেন।